Logo
Logo
×

আন্তর্জাতিক

মর্টার শেল নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে প্রাণ গেল পাঁচ শিশুর, আহত ১২

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১১:২২ এএম

মর্টার শেল নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে প্রাণ গেল পাঁচ শিশুর, আহত ১২

ছবি : সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার লাক্কি মারওয়াত জেলার সোরবন্দ গ্রামে মাঠে খেলতে গিয়ে পাওয়া মর্টার শেলকে খেলনা ভেবে ঘরে নিয়ে গেলে বিস্ফোরণে প্রাণ হারিয়েছে পাঁচ শিশু, আহত হয়েছে আরও অন্তত ১২ জন। শনিবার (১২ আগস্ট) সকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশের বরাতে ডন পত্রিকা জানিয়েছে, শিশুরা মাঠে খেলছিল এবং তখনই তারা একটি মর্টার শেল খুঁজে পায়। খেলনা মনে করে সেটি নিয়ে এসে ঘরে খেলতে শুরু করে, কিছুক্ষণ পর হঠাৎ সেটি বিস্ফোরিত হয়।

পুলিশ মুখপাত্র আমির খান জানিয়েছেন, আহত ও নিহত শিশুদের খলিফা গুল নওয়াজ হাসপাতালে নেওয়া হয়েছে, সেখানে আহতদের জরুরি চিকিৎসা চলছে। বান্নু রেঞ্জের আঞ্চলিক পুলিশ কর্মকর্তা সাজ্জাদ খান হাসপাতালে গিয়ে চিকিৎসার পরিস্থিতি পরিদর্শন করেন এবং নিহত শিশুদের পরিবারকে সান্ত্বনা দেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল পাঠানো হয়েছে, তারা প্রাথমিক আলামত সংগ্রহ করেছে এবং তদন্ত শুরু হয়েছে। যারা দায়ী, তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

এ ধরনের ঘটনা পাকিস্তানে নতুন নয়। সন্ত্রাসবিরোধী অভিযানে ব্যবহৃত বিস্ফোরক দ্রব্য অনিয়ন্ত্রিতভাবে মাঠে বা জনবসতিতে পড়ে থাকায় শিশুদের হাতে পড়ে বিপজ্জনক দুর্ঘটনা ঘটে চলেছে।

২০২৩ সালের অক্টোবর মাসে বেলুচিস্তানের ওয়াধ শহরে গ্রেনেড বিস্ফোরণে একটি শিশুর মৃত্যু ও আটজন আহত হয়। তার আগের মাসে সিন্ধু প্রদেশে রকেট লঞ্চার বিস্ফোরণে চার শিশুসহ নয়জনের প্রাণহানি ঘটে।

নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এ ধরনের বিস্ফোরক দ্রব্য যথাযথভাবে অপসারণ বা নিষ্ক্রিয় করা না হলে ভবিষ্যতে আরও প্রাণঘাতী দুর্ঘটনা ঘটতে পারে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন