Logo
Logo
×

আন্তর্জাতিক

ফের এয়ার ইন্ডিয়ায় যান্ত্রিক ত্রুটি, উড্ডয়ন বাতিল

Icon

আন্তর্জাতিক ডেস্ক :

প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ০৩:০৪ পিএম

ফের এয়ার ইন্ডিয়ায় যান্ত্রিক ত্রুটি, উড্ডয়ন বাতিল

ছবি - সংগৃহীত

লন্ডনের উদ্দেশে রওনা হয়েও যান্ত্রিক ত্রুটির কারণে উড্ডয়ন (টেক অফ) বাতিল করে থামতে বাধ্য হয়েছে ভারতের ফ্ল্যাগশিপ বিমান পরিষেবা সংস্থা এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং উড়োজাহাজ। ৩১ জুলাই বৃহস্পতিবার রাজধানী নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটেছে এ ঘটনা।

এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্ট জানিয়েছে, উড়োজাহাজটি ছিল বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার সিরিজের একটি বিমান। ৩১ জুলাই নয়াদিল্লি থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিল উড়োজাহাজটি; কিন্তু যাত্রা শুরুর পরেই ককপিটে বসে থাকা দুই পাইলট টের পান যে ইঞ্জিনে কোথাও কোনো গণ্ডগোল আছে। ব্যাপারটি আঁচ করতে পারা মাত্র তারা টেক অফ বাতিল করার সিদ্ধান্ত নেন।

উড্ডয়ন বাতিল হওয়ার পর সতর্কতামূলক চেকিংয়ের জন্য যাত্রী এবং ক্রুদের নামতে বলা হয় এবং কিছু সময় পর তাদের জন্য একটি বিকল্প বিমানের ব্যবস্থা করে এয়ার ইন্ডিয়া।

দুর্ঘটনার সঙ্গে জড়িত বিমানটি ছিল একটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার। উড্ডয়ন বাতিল হওয়ার পর, সতর্কতামূলক পরীক্ষা-নিরীক্ষার জন্য যাত্রীদের নামতে বলা হয়। অবশেষে এয়ার ইন্ডিয়া ক্রু এবং যাত্রীদের লন্ডনের উদ্দেশ্যে যাত্রা সম্পন্ন করার জন্য একটি বিকল্প বিমান সরবরাহ করে।

এয়ার ইন্ডিয়ার একজন মুখপাত্র ফার্স্টপোস্টকে বলেন, “গত ৩১ জুলাই এয়ার ইন্ডিয়ার দিল্লি থেকে লন্ডনগামী এআই২০১৭ নম্বর ফ্লাইটের বিমানটির উড্ডয়ন যান্ত্রিক ত্রুটির কারণে বাতিল করা হয়েছে। (উড্ডন বাতিল হওয়ার) অল্প সময়ের মধ্যেই ফ্লাইটটির যাত্রী এবং ক্রুদের জন্য বিকল্প একটি বিমান সরবরাহ করা হয়েছে। ত্রুটিযুক্ত বিমানটি বর্তমানে পরীক্ষা করা হচ্ছে।”

প্রসঙ্গত, গত ১২ জুন গুজরাটের রাজধানী আহমেদাবাদের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে রওনা হয়েছিল এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট। কিন্তু উড্ডয়নের মাত্র ৩০ মিনিট পর আহমেদাবাদের মেঘানিনগরে আছড়ে পড়ে বিস্ফোরিত হয় উড়োজাহাজটি।

বিমানটিতে মোট ২৩০ যাত্রী এবং পাইলট-কো পাইলটসহ মোট ১২ জন ক্রু ছিলেন। তাদের মধ্যে একজন যাত্রী ব্যতীত সবাই নিহত হন। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে ২৬০টি মরদেহ উদ্ধার হয়। ভারতের ইতিহাসে এটি সবচেয়ে বড় বিমান দুর্ঘটনাগুলোর মধ্যে একটি।

ওই দুর্ঘটনার পর গত দেড় মাসে কয়েকবার ছোটখাটো বিভ্রাট দেখা দিয়েছে এয়ার ইন্ডিয়ার বিভিন্ন ফ্লাইটে। এসব বিভ্রাটের কারণে একাধিকবার ফ্লাইট বাতিলও হয়েছে। ভারতের কেন্দ্রীয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ইতোমধ্যে এয়ার ইন্ডিয়াকে কয়েক দফা সতর্কতা নোটিস দিয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন