রাশিয়ার কর্মকাণ্ডকে ‘জঘন্য’ বললেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ১০:২৫ এএম
ছবি - সংগৃহীত
ইউক্রেনের রাজধানী কিয়েভে বৃহস্পতিবার রাশিয়ার ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার সাম্প্রতিক কর্মকাণ্ডকে ‘জঘন্য’ আখ্যা দিয়ে তিনি বলেছেন, ‘রাশিয়া যা করছে, তা খুবই ঘৃণ্য। আমরা কঠোর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছি।’ মস্কোকে আগামী সপ্তাহের মধ্যেই যুদ্ধ বন্ধের আলটিমেটাম দিয়েছেন ট্রাম্প। না হলে আরও কঠিন অর্থনৈতিক শাস্তির মুখোমুখি হতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন।
সিএনএন জানায়, বৃহস্পতিবারের হামলায় এখন পর্যন্ত ৩১ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত পাঁচ শিশু রয়েছে। এর মধ্যে একটি শিশুর বয়স মাত্র দুই বছর। রুশ হামলায় কিয়েভের একটি ৯ তলা আবাসিক ভবনের একপাশ ধসে পড়ায় হতাহতের সংখ্যা বেড়েছে। এদিনের হামলায় আহত হয়েছেন অন্তত ১৫৯ জন। চলতি বছর কিয়েভে রাশিয়ার চালানো সবচেয়ে প্রাণঘাতী হামলা ছিল এটি। তবে জুলাইজুড়েই এমন হামলার ঢেউ আছড়ে পড়েছে ইউক্রেনে। কিয়েভের দেওয়া তথ্য অনুযায়ী, গত মাসে রাশিয়া ইউক্রেনে তিন হাজার আটশর বেশি ড্রোন এবং ২৬০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। যার মধ্যে ১২৮টি ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।



