Logo
Logo
×

আন্তর্জাতিক

কিয়েভে রাশিয়ার হামলায় নিহত ৩১

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ০১ আগস্ট ২০২৫, ০৫:৫৬ পিএম

কিয়েভে রাশিয়ার হামলায় নিহত ৩১

ছবি-সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভে ড্রোনক্ষেপণাস্ত্র ব্যবহার করে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার (৩১ জুলাই) চালানো ওই হামলায় এ পর্যন্ত ৩১ জন নিহত হয়েছেন। সংবাদমাধ্যম কিয়েভ ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। এই হামলা রাজধানীতে সবচেয়ে ভয়াবহ ছিল। ধ্বংসস্তূপের ভেতর থেকে ৩১ জনের মরদেহ এবং ১৫৯ জনেরও বেশি মানুষকে আহত অবস্হায় পাওয়া গেছে।

শহরের সামরিক প্রশাসনের প্রধান টাইমুর তাকাচেঙ্কো বলেছেন, ১ আগস্ট সকাল পর্যন্ত রাশিয়ার হামলায় ৩১ জন নিহত হয়েছে। স্থানীয় সময় সকালে উদ্ধারকারীরা আরও তিনটি মরদেহ উদ্ধার করে।

নিহতদের মধ্যে সিনিয়র পুলিশ লেফটেন্যান্ট লিলিয়া স্টেপানচুকও ছিলেন, যিনি ২০১৭ সাল থেকে কিয়েভের পুলিশ বাহিনীতে দায়িত্ব পালন করছিলেন। উদ্ধার অভিযানের সময় স্বিয়াতোশিনস্কি জেলার ধ্বংসস্তূপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

মেয়র ভিটালি ক্লিটসকো জানিয়েছেন, ৩১ জুলাই স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিট পর্যন্ত পাঁচজন শিশুসহ ত্রিশজন হাসপাতালে ভর্তি রয়েছেন। হামলার ঘটনাস্থলে প্রাথমিক প্রতিক্রিয়াকারীরা কাজ করছেন। আহতদের মধ্যে তিনজন পুলিশ কর্মকর্তা এবং ১২ জন শিশু রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার উপর ১০ দিনের মধ্যে নতুন শুল্ক আরোপের হুমকি দেওয়ার পরপরই এই হামলা চালানো হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন