সৌদির তাইফে বিনোদন পার্কে রাইড ভেঙে দুর্ঘটনা, আহত ২৩
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ০৯:০৭ পিএম
ছবি : সংগৃহীত
সৌদি আরবের পর্যটনসমৃদ্ধ তাইফের আল হাদা এলাকায় অবস্থিত একটি বিনোদন পার্কে চলন্ত অবস্থায় একটি রাইড ভেঙে পড়ে অন্তত ২৩ জন আহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় ঘটে যাওয়া এই দুর্ঘটনায় তিনজন আহতের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দর্শনার্থীতে ভরপুর রাইডটি হঠাৎ করে ভেঙে পড়লে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। অনেকেই ওপর থেকে নিচে পড়ে যান, আর চারপাশে থাকা লোকজন আতঙ্কে চিৎকার করতে থাকেন।
ঘটনার পরপরই সৌদি সিভিল ডিফেন্স ও রেড ক্রিসেন্টের প্যারামেডিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। আহতদের পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে, গুরুতরদের রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে।
এ ঘটনার পর বিনোদন পার্কটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে স্থানীয় পৌর কর্তৃপক্ষ, জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটি এবং নিরাপত্তা সংস্থাগুলো।
চলন্ত অবস্থায় রাইড ভেঙে পড়ার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা জনমনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
উল্লেখ্য, সৌদি আরব গত কয়েক বছরে তেলনির্ভরতা থেকে সরে এসে অর্থনীতিকে বহুমুখী করার লক্ষ্যে বিভিন্ন পর্যটন ও বিনোদন প্রকল্প চালু করেছে। এর মধ্যে রিয়াদে ‘কিদ্দিয়া’ নামের বিশাল থিম পার্ক ও মোটরস্পোর্টস রেসট্র্যাক গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।



