ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা কানাডার
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১০:২৫ এএম
ছবি - কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি
সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করেছে কানাডা, জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি।
ফিলিস্তিনি ছিটমহল গাজায় যখন অনাহার বিস্তৃত হয়ে প্রায় দুর্ভিক্ষের রূপ নিচ্ছে তখন কার্নির এ ঘোষণা ইসরায়েলের ওপর চাপ আরও বৃদ্ধি করেছে।
এর আগে গত সপ্তাহে ফ্রান্স জানায়, তারা সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সময় ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। এরপর মঙ্গলবার যুক্তরাজ্য জানায়, সেপ্টেম্বরের মধ্যে গাজায় যুদ্ধ বন্ধ না হলে তারাও জাতিসংঘের সাধারণ অধিবেশনের সময় ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে।
কার্নি বুধবার সাংবাদিকদের বলেন, গাজার মানুষদের অনাহারসহ মাঠ পর্যায়ের বাস্তব পরিস্থিতির অর্থ ‘আমাদের চোখের সামনে ফিলিস্তিন রাষ্ট্রের সম্ভাবনা আক্ষরিক অর্থেই ম্লান হয়ে যাচ্ছে।”
তিনি বলেন, “ইসরায়েলি সরকার গাজায় একটি বিপর্যয় বাড়তে দিয়েছে, কানাডা এই ঘটনার নিন্দা জানায়।”
কার্নি জানান, স্বীকৃতি দেওয়ার পরিকল্পনাটার ভিত্তি জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করা ফিলিস্তিন কর্তৃপক্ষের বারবার দেওয়া আশ্বাস আর তা হলো, তারা তাদের শাসনব্যবস্থা সংস্কার করবে এবং ২০২৬ সালের মধ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করবে যেখানে হামাস ‘অংশগ্রহণ করতে পারবে না’।



