কার্যকর চুক্তি না হলে ভারতের পণ্যে ২৫% শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ০১:১০ পিএম
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে দীর্ঘদিন ধরে চলমান বাণিজ্য চুক্তি চূড়ান্ত না হলে ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৩০ জুলাই) এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, “হ্যাঁ, আমি মনে করি—তারা (ভারত) ২৫ শতাংশ শুল্ক দেবে। ভারত আমার বন্ধু, কিন্তু আমাদের যথাযথ সম্মান দেখানো উচিত।”
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার জানিয়েছেন, ভারত কিছু বাজার উন্মুক্ত করতে আগ্রহ দেখালেও, কার্যকর চুক্তি অর্জনে আরও আলোচনা ও দরকষাকষির প্রয়োজন রয়েছে।
ভারতের বাণিজ্যমন্ত্রী সম্প্রতি আশাবাদ ব্যক্ত করেছেন, ১ আগস্টের মধ্যে চুক্তি চূড়ান্ত হতে পারে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ নির্দিষ্ট অচলাবস্থার কথা স্বীকার করেনি।
এর আগে গত ২ এপ্রিল ভারতীয় পণ্যের ওপর ২৬ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প, যা পরে স্থগিত করা হয়। গত ১৩ ফেব্রুয়ারি মোদির সঙ্গে সাক্ষাতের আগে ট্রাম্প অভিযোগ করেন, “ভারত বিশ্বের সবচেয়ে বেশি শুল্ক আরোপকারী দেশ” এবং “যুক্তরাষ্ট্রকে যথাযথ সম্মান দেওয়া হচ্ছে না”।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর ভারত থেকে ৮৭ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে যুক্তরাষ্ট্র, বিপরীতে ভারত নিয়েছে ৪২ বিলিয়ন ডলারের পণ্য। ভারতের প্রধান রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে ওষুধ, মোবাইল ফোন, যন্ত্রপাতি এবং পোশাক।
ট্রাম্প প্রশাসন দাবি করেছে, ভারত যুক্তরাষ্ট্রের পণ্যের শুল্ক শূন্য করতে সম্মত হয়েছে, যদিও ভারত সে দাবি অস্বীকার করেছে। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এসব মন্তব্যকে “অকালপক্ব” বলে উল্লেখ করে জানান, এখনো আলোচনা “জটিল ও সূক্ষ্ম” অবস্থায় রয়েছে।



