Logo
Logo
×

আন্তর্জাতিক

হীরাভর্তি ব্যাগ ভুলে নিয়ে এলেন বাংলাদেশি

Icon

স্টাফ রিপোর্টার :

প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ০৯:০১ পিএম

হীরাভর্তি ব্যাগ ভুলে নিয়ে এলেন বাংলাদেশি

ছবি-সংগৃহীত

দুবাই বিমানবন্দর থেকে এক বাংলাদেশি যাত্রী ভুলে ৩ কোটি টাকার হীরাভর্তি ব্যাগ নিয়ে আসেন। পরে ওই মূল্যবান ব্যাগটি তার প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে। অবশ্য ব্যপারে দ্রুত তদন্ত ও আন্তর্জাতিক সহযোগিতার ফলে কাজটি সহজ হয়েছে

ঘটনাটি ঘটে যখন দুবাইয়ের এক ব্যবসায়ী ৪টি ব্যাগে করে মূল্যবান হীরা নিয়ে অন্য এক দেশে যাচ্ছিলেন প্রদর্শনীর উদ্দেশ্যে। বিমানবন্দরে নিজের ৩টি ব্যাগ সংগ্রহ করলেও চতুর্থ ব্যাগের জায়গায় ভুলবশত এক বাংলাদেশির ব্যাগ নিয়ে নেন তিনি।

অপরদিকে ওই বাংলাদেশিও তার নিজের ব্যাগ মনে করে হীরাভর্তি ব্যাগটি বাংলাদেশে নিয়ে আসেন। মূলত স্ক্যানিংয়ের সময় ব্যাগের রঙ ও গঠন প্রায় এক হওয়ায় এমন বিভ্রান্তি ঘটে।

ব্যবসায়ী যখন তার গন্তব্যে পৌঁছে ব্যাগটি খোলেন, তখন তিনি দেখেন সেখানে আছে শুধু কিছু সাধারণ কাপড়। হীরার কোনো চিহ্ন নেই। বিষয়টি বুঝতে পেরে তিনি দ্রুত আবার দুবাই ফিরে এসে পুলিশে অভিযোগ করেন।

দুবাই পুলিশ অভিযোগ পাওয়ার পরপরই সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বাংলাদেশি যাত্রীর পরিচয় শনাক্ত করে। এরপর দুবাইয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যোগাযোগ করা হয় বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে।

বাংলাদেশি ওই যাত্রীও বিষয়টি বুঝতে পেরে ব্যাগটি নিজ উদ্যোগেই ফেরত দিতে সম্মত হন। ফলে ব্যবসায়ী তার হীরাভর্তি ব্যাগ অক্ষত অবস্থায় ফিরে পান।

দুবাই পুলিশ এক বিবৃতিতে জানায়, ‘ব্যবসায়ীর ও বাংলাদেশি যাত্রীর ব্যাগ ছিল দেখতে প্রায় একই রকম। সেই মিলের কারণেই এই ভুল হয়েছে। তবে উভয়ের সততা ও দুই দেশের কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপের কারণে হীরার ক্ষতি হয়নি।’

ব্যবসায়ী তার কোটি টাকার হীরা উদ্ধার হওয়ায় দুবাই পুলিশ এবং বাংলাদেশ কর্তৃপক্ষকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন।

সূত্র : গালফ নিউজ

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন