
প্রিন্ট: ২৯ আগস্ট ২০২৫, ০৭:১৯ পিএম
সড়কে টুথপেস্ট, যান চলাচল বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ০৯:৩৪ এএম

ছবি - সংগৃহীত
সম্প্রতি অদ্ভুত এক ঘটনার সাক্ষী হয়েছেন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার অ্যাশবোরোর বাসিন্দারা। গত বুধবার সকালে পুলিশ কয়েক ঘণ্টার জন্য বন্ধ করে দিয়েছিল এ শহরের গোল্ড হিল রোড। যে কারণে পুলিশ সড়কটিতে যান চলাচল বন্ধ করে দিয়েছিল, তা শুনলে হয়তো চোখ কপালে উঠবে।
ওই দিন সকালে সড়কটিতে ঘন থকথকে কাদার মতো কিছু একটা ছড়িয়ে ছিল। তবে সেটা একেবারেই কাদা নয়। বরং সবুজ রঙের থকথকে ওই পদার্থ থেকে পুদিনাপাতার মন সতেজ করা ঘ্রাণ বের হচ্ছিল। সড়কে বিছিয়ে থাকা পদার্থটি কী জানেন? টুথপেস্ট!
দাঁতের ওপর না লাগিয়ে টুথপেস্ট সড়কে ছড়িয়ে পড়ার কারণ ছোট্ট একটি দুর্ঘটনা। ওই সড়কে উল্টে পড়েছিল টুথপেস্টবোঝাই একটি ট্রাক। তাতেই সড়কজুড়ে ছড়িয়ে পড়ে হালকা সবুজ রঙের টুথপেস্ট। সঙ্গে কাঠের গুঁড়া মিশে একেবারে যাচ্ছেতাই অবস্থা।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে অ্যাশবোরো পুলিশ বিভাগ বলেছে, সকালে ওল্ড লিবার্টি রোড ও জাইলস চ্যাপেল রোডের মাঝামাঝি স্থানে অবস্থিত গোল্ড হিল রোডে এ দুর্ঘটনা ঘটে। থকথকে, পিচ্ছিল আর আঠালোভাবের টুথপেস্টে সড়কে যান চলাচল হয়ে পড়ে বিপজ্জনক। তাই পুলিশ বাধ্য হয়ে সড়কটি বন্ধ করে দেয়।
ফেসবুক পোস্টে অ্যাশবোরো পুলিশ মজা করে বলেছে, ‘টুথপেস্ট আর কাঠের গুঁড়া হয়তো সুগন্ধ ছড়াচ্ছে, কিন্তু এটা পিচ্ছিল এবং বেশ বিপজ্জনকও বটে।’ পোস্টে আরও বলা হয়, যতক্ষণ না ছড়িয়ে পড়া এই পদার্থ পরিষ্কার করা যায়, ততক্ষণ গোল্ড হিল রোড সাময়িকভাবে বন্ধ থাকবে।
পুলিশ সড়ক বন্ধ করে সেখান থেকে সব টুথপেস্ট সরিয়ে, ধুয়ে-মুছে সাফ করার পর বুধবার বিকেল নাগাদ সেটি যান চলাচলের জন্য খুলে দেয়। টুথপেস্ট মেখে, ঘষে ঘষে পরিষ্কার করার পর পানি দিয়ে মোছা সড়কটি যেন দাঁতের মতোই ঝকঝক করছিল।