
প্রিন্ট: ২৯ আগস্ট ২০২৫, ০৯:০৮ পিএম
ভারতের রাজস্থানে স্কুলভবন ধসে ৭ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ০৪:৪২ পিএম

ছবি : সংগৃহীত
ভারতের রাজস্থানের জালাওয়ার জেলার মানোহর থানার পিপলোদি সরকারি বিদ্যালয়ে ভয়াবহ ভবন ধসের ঘটনায় অন্তত সাত শিশু নিহত হয়েছে। দুর্ঘটনা ঘটে শুক্রবার সকাল ৮টা ৩০ মিনিটে, যখন স্কুল ভবনের ছাদ হঠাৎ ভেঙে পড়ে।
দুর্ঘটনার সময় ভবনে প্রায় ৬০ জন শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারী উপস্থিত ছিলেন। ছাদ ধসে পড়ার সঙ্গে সঙ্গে চারপাশে ধুলার কুয়াশা ছড়িয়ে পড়ে, চারিদিকে আতঙ্ক ও চিৎকার ছড়িয়ে পড়ে স্কুল প্রাঙ্গণে।
প্রশাসন ও প্রত্যক্ষদর্শীদের মতে, টানা ভারি বৃষ্টিপাতে ভবনটির কাঠামো দুর্বল হয়ে পড়েছিল। এর আগে ভবনের জরাজীর্ণ অবস্থা সম্পর্কে স্থানীয়দের অভিযোগ থাকলেও, কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
শিক্ষা সচিব কৃষ্ণ কুনাল প্রাথমিকভাবে ছয় শিশুর মৃত্যুর কথা জানান, পরে মৃতের সংখ্যা সাতজনে দাঁড়ায়। নিহতরা ৮ থেকে ১১ বছর বয়সী। দুই আহত শিশু গুরুতর অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।
দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে অভিভাবক, স্থানীয় বাসিন্দা ও প্রশাসনিক কর্মকর্তারা ছুটে আসেন। উদ্ধারকাজে চারটি জেসিবি মেশিন ও জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা অংশ নেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক বিবৃতিতে ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক বলে অভিহিত করে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
রাজ্যের শিক্ষামন্ত্রী মদন দিলাওয়ার বলেন, ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং আহতদের চিকিৎসায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি জানান, কোনো দায়ী ব্যক্তি ছাড় পাবে না।