
প্রিন্ট: ২৯ আগস্ট ২০২৫, ০৭:৩৭ পিএম
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ০২:২৬ পিএম

ছবি : সংগৃহীত
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ঘোষণা দিয়েছেন, আগামী সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফ্রান্স আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। জি-৭ জোটের সদস্য দেশগুলোর মধ্যে এটি প্রথম সিদ্ধান্ত, যা মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে নতুন মোড় দিতে পারে।
প্রেসিডেন্ট মাখোঁ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে বলেন, গাজায় যুদ্ধ বন্ধ করা এবং সাধারণ মানুষের জীবন রক্ষাই এখন সবচেয়ে জরুরি। তিনি জোর দিয়ে বলেন, শান্তি সম্ভব—তাই এখনই যুদ্ধবিরতি প্রয়োজন। সকল জিম্মির মুক্তি নিশ্চিত করতে হবে এবং গাজার জনগণের জন্য মানবিক সহায়তা পাঠানো জরুরি।
ফ্রান্সের এই ঘোষণাকে স্বাগত জানিয়ে ফিলিস্তিন কর্তৃপক্ষ বলেছে, এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের প্রতি ফ্রান্সের অঙ্গীকার এবং ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণ ও স্বাধীন রাষ্ট্র গঠনের অধিকারের প্রতি সমর্থন প্রতিফলিত করে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই সিদ্ধান্তের বিরোধিতা করে বলেন, এটি সন্ত্রাসকে পুরস্কৃত করার মতো একটি পদক্ষেপ। একইসঙ্গে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই সিদ্ধান্তকে দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করে যুক্তরাষ্ট্রের জোরালো বিরোধিতা জানান।
হামাস ফ্রান্সের সিদ্ধান্তকে ‘ইতিবাচক পদক্ষেপ’ বলে উল্লেখ করে বিশ্বের অন্যান্য দেশগুলোকে ফ্রান্সের পথ অনুসরণের আহ্বান জানায়।
জাতিসংঘের সদস্য দেশগুলোর মধ্যে ১৪০টিরও বেশি দেশ ইতোমধ্যে ফিলিস্তিনকে স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের মধ্যে স্পেন ও আয়ারল্যান্ডসহ কয়েকটি দেশ এই স্বীকৃতি দিয়েছে। তবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং জার্মানি এখনও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি।
গাজা সংকট ও যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে মাখোঁর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৭ অক্টোবরের হামাস-ইসরায়েল সংঘর্ষের পর গাজায় নিহতের সংখ্যা ৫৯ হাজার ছাড়িয়েছে, যা অঞ্চলটিকে চরম মানবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে।