রাশিয়ায় ৪৯ আরোহী নিয়ে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ০১:৪৫ পিএম
ছবি- সংগৃহীত
রাশিয়ার পূর্বাঞ্চলে প্রায় ৫০ জন আরোহী নিয়ে একটি আঞ্চলিক যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। ‘আঙ্গারা’ এয়ারলাইনের পরিচালিত এন-২৪ মডেলের বিমানটি চীন সীমান্তবর্তী টাইন্ডা শহরের দিকে যাত্রাকালে রাডার থেকে অদৃশ্য হয়ে যায় এবং কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
বিমানটিতে প্রায় ৪৩ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে পাঁচজন শিশু ছিল। এছাড়া ছয়জন ক্রু সদস্যও ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তবে রাশিয়ার জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, প্রকৃত যাত্রীর সংখ্যা ৪০ জনের কাছাকাছি হতে পারে।
রাশিয়ার সুদূর পূর্বে আমুর অঞ্চলে নিখোঁজ হওয়া যাত্রীবাহী বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। দুর্গম পাহাড়ি বনাঞ্চল ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উদ্ধার ও অনুসন্ধান কাজ ব্যাহত হচ্ছে। হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করে তল্লাশি চলছে এবং সম্ভাব্য দুর্ঘটনাস্থলের কাছাকাছি এলাকায় জরুরি শিবির স্থাপন করা হয়েছে। অনুসন্ধান কার্যক্রমকে আরও গতিশীল করতে সামরিক বাহিনীর সহায়তা নেওয়া হয়েছে।
এন-২৪ মডেলের এই বিমানটি রাশিয়ায় দীর্ঘদিন ধরে আঞ্চলিক ফ্লাইটের জন্য ব্যবহৃত হয়ে আসছে, তবে এর নিরাপত্তা নিয়ে পূর্বেও প্রশ্ন উঠেছে। অতীতে রাশিয়ার প্রত্যন্ত অঞ্চলে এই ধরনের বিমান দুর্ঘটনার নজির রয়েছে।



