Logo
Logo
×

আন্তর্জাতিক

জাপানে নির্বাচনে বড় পরাজয়ের পরও পদত্যাগ না করার ঘোষণা প্রধানমন্ত্রীর

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১১:৪৩ এএম

জাপানে নির্বাচনে বড় পরাজয়ের পরও পদত্যাগ না করার ঘোষণা প্রধানমন্ত্রীর

ছবি : সংগৃহীত

জাপানের পার্লামেন্টের উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও তার শরিক কোমেইতো। তবে প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা জানিয়েছেন, তিনি পদত্যাগ করবেন না। রোববার (২১ জুলাই) অনুষ্ঠিত নির্বাচনে জোটটি ৫০টি আসনের প্রয়োজন হলেও পেয়েছে মাত্র ৪৭টি আসন।

রোববারের নির্বাচনে উচ্চকক্ষের অর্ধেক ২৪৮টি আসনের জন্য ভোটগ্রহণ হয়, যেখানে সদস্যরা ছয় বছরের জন্য নির্বাচিত হন। এনএইচকের তথ্য অনুযায়ী, একটি আসনের ফলাফল এখনো ঘোষণা হয়নি।

মূল্যস্ফীতি, মার্কিন শুল্ক হুমকি এবং কয়েকটি রাজনৈতিক কেলেঙ্কারি নিয়ে দেশের ভেতরে অসন্তোষ তৈরি হয়েছে, যা এ ফলাফলের অন্যতম কারণ। বিশেষ করে চালসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ইশিবার জনপ্রিয়তা ক্ষতিগ্রস্ত করেছে।

কান্দা ইউনিভার্সিটির প্রভাষক জেফরি হল জানান, প্রধানমন্ত্রীর রক্ষণশীল অবস্থান নিয়ে আবের সমর্থকরা সন্দিহান। অনেকের মতে, চীন ও ইতিহাসবিষয়ক জাতীয়তাবাদে তার কঠোরতা নেই।

এলডিপির কিছু ভোট সরে গেছে ছোট ও ডানপন্থি দল সানসেইতোর দিকে, যারা অভিবাসনবিরোধী অবস্থান এবং জাতীয়তাবাদী বক্তব্য দিয়ে আলোচনায় এসেছে। করোনা মহামারির সময় ইউটিউবের মাধ্যমে পরিচিতি পাওয়া দলটি এখন রক্ষণশীল ভোটারদের আকর্ষণ করছে।

বিগত বছর নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর এটি জোটের জন্য আরও একটি ধাক্কা। তবে প্রধানমন্ত্রী ইশিবা বলেন, “এই কঠিন ফলাফল আমি বিনীতভাবে গ্রহণ করছি, তবে আমার মনোযোগ এখন বাণিজ্য আলোচনার দিকে।”

এর আগে তিনজন এলডিপি প্রধানমন্ত্রী উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে দুই মাসের মধ্যে পদত্যাগ করেছিলেন, ফলে এবারও নেতৃত্ব পরিবর্তনের জল্পনা তৈরি হয়েছে। সম্ভাব্য উত্তরসূরিদের মধ্যে রয়েছেন সানে তাকাইচি, তাকাইউকি কোবায়াশি এবং শিনজিরো কোইজুমি।

যদিও নেতৃত্বে পরিবর্তন হলে জাপান সরকার রাজনৈতিক নাটকীয়তার মুখোমুখি হতে পারে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা অনিশ্চয়তায় পড়তে পারে।

সোমবার সরকারি ছুটির কারণে টোকিও স্টক এক্সচেঞ্জ বন্ধ ছিল, তবে আন্তর্জাতিক বাজারে ইয়েনের দর বেড়েছে। বিশ্লেষকদের মতে, ফলাফলটি বিনিয়োগকারীদের কাছে প্রত্যাশিত ছিল।

এদিকে, অভিবাসন নিয়ে অসন্তোষ বাড়ার প্রেক্ষাপটে ইশিবা 'বিদেশিদের অপরাধ ও সামাজিক অবদানের অভাব' মোকাবিলায় একটি টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন