ইরান-ইসরায়েল উত্তেজনায় ইরাকের মিত্রদের সতর্ক করলেন কুদস কমান্ডার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১১:২০ এএম
ছবি : সংগৃহীত
ইরান ও ইসরায়েলের মধ্যে নতুন করে উত্তেজনা বাড়ায় ইরাকভিত্তিক মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোকে সতর্ক করে দিয়েছেন ইরানের কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল ক্বানি। সম্প্রতি বাগদাদে এক বৈঠকে তিনি সম্ভাব্য ইসরায়েলি বিমান হামলা সম্পর্কে সতর্কতা দেন। বিষয়টি লং ওয়ার জার্নাল ও শাফাক নিউজ-এর প্রতিবেদনে উঠে এসেছে।
বিশ্লেষকদের মতে, এই সরাসরি হস্তক্ষেপ ইরাকের অভ্যন্তরে ইসরায়েলি হামলার আশঙ্কা নিয়ে তেহরানের উদ্বেগের প্রতিফলন। বৈঠকে অংশ নেয়া ইরানপন্থি গোষ্ঠীগুলোর মধ্যে ছিল আসায়েব আহল আল-হাক, হারাকাত হেজবুল্লাহ আল-নুজাবা, কাতায়িব হেজবুল্লাহ এবং কাতায়িব সাইয়্যিদ আল-শুহাদা। তারা ইরানের প্রতি সমর্থন জানালেও এখনো সংঘাতে সরাসরি সক্রিয় হয়নি।
বিশ্লেষণে বলা হয়, এই সংযমের পেছনে রয়েছে ইরানের ইরাকে রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ রক্ষা। প্রতিবছর প্রায় এক বিলিয়ন ডলারের অবৈধ তেল প্রবাহ ও দেশটির বিভিন্ন মন্ত্রণালয়ে মিলিশিয়াদের প্রভাব ইরানপন্থি অবস্থানকে ধরে রাখে।
সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধের সময় ইরাকে খুব কম হামলা হয়েছে, যার মধ্যে আন-আল-আসাদ ঘাঁটি এবং এরবিলের মার্কিন কনস্যুলেটে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ছিল উল্লেখযোগ্য। তবে এসব হামলার দায় কেউ স্বীকার করেনি।
যদিও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে বারবার বক্তব্য দেওয়া হয়েছে, বাস্তব অংশগ্রহণ এখনো বক্তৃতা আর বিবৃতির মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।



