Logo
Logo
×

আন্তর্জাতিক

মারা গেলেন ২০ বছর কোমায় থাকা সৌদির ‘ঘুমন্ত প্রিন্স’

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১২:২১ পিএম

মারা গেলেন ২০ বছর কোমায় থাকা সৌদির ‘ঘুমন্ত প্রিন্স’

ছবি : সংগৃহীত

সৌদি আরবের ‘ঘুমন্ত প্রিন্স’ নামে পরিচিত প্রিন্স আল-ওয়ালিদ বিন খালিদ বিন তালাল প্রায় দুই দশক কোমায় থাকার পর ৩৬ বছর বয়সে ইন্তেকাল করেছেন। রোববার (২০ জুলাই) সৌদি ও আন্তর্জাতিক গণমাধ্যমে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে।

২০০৫ সালে লন্ডনে মাত্র ১৫ বছর বয়সে সড়ক দুর্ঘটনায় গুরুতর মস্তিষ্কে রক্তক্ষরণ হলে তিনি কোমায় চলে যান। এরপর দীর্ঘদিন রিয়াদের কিং আবদুল আজিজ মেডিকেল সিটিতে ভেন্টিলেটর-নির্ভর অবস্থায় ছিলেন। চিকিৎসকদের একাধিক প্রচেষ্টা সত্ত্বেও তার জ্ঞান ফেরেনি।

মৃত্যুর পর তার বাবা সামাজিক যোগাযোগমাধ্যমে কোরআনের আয়াত ও আবেগঘন বার্তা শেয়ার করে বলেন, “আল্লাহর ইচ্ছায় আমাদের প্রিয় পুত্র প্রিন্স আল-ওয়ালিদের মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। আল্লাহ তাকে রহম করুন।”

পরিবার জানিয়েছে, রোববার জানাজা অনুষ্ঠিত হবে এবং রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত তিনদিন শোক পালন করা হবে।

দুর্ঘটনার সময় প্রিন্স আল-ওয়ালিদ সামরিক কলেজের ছাত্র ছিলেন। কোমায় থাকলেও তার পরিবার নিরবিচারে সেবা দিয়ে গেছেন এবং নিয়মিত তার অবস্থার বিষয়ে জনসাধারণকে অবহিত করেছেন।

চলতি বছরের এপ্রিল মাসে একটি ভুয়া ভিডিও ভাইরাল হয়, যেখানে বলা হয়—প্রিন্স জেগে উঠেছেন। পরে নিশ্চিত করা হয়, ভিডিওটি পুরনো এবং ভুল তথ্য ছড়ানো হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন