ইরানে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ২১, আহত ৩৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ০৮:৫৫ পিএম
ছবি- সংগৃহীত
ইরানের দক্ষিণাঞ্চলীয় পাহাড়ি এলাকায় ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ২১ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও ৩৪ জন। রাষ্ট্রীয় গণমাধ্যম ও আলজাজিরার প্রতিবেদনে এই মর্মান্তিক তথ্য উঠে এসেছে।
ফার্স প্রদেশের রাজধানী শিরাজের দক্ষিণে, রাজধানী তেহরান থেকে প্রায় ১ হাজার কিলোমিটার দূরে দুর্ঘটনাটি ঘটে। সড়কটি দীর্ঘদিন ধরে দুর্ঘটনার ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত, বিশেষ করে বাস চলাচলের জন্য।
জরুরি সংস্থার প্রধান মাসুদ আবেদ জানান, শনিবারের দুর্ঘটনার পর উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। তিনি বলেন, “অভিযান শেষ হলে আমরা বিস্তারিত জানাব। ইতিমধ্যে ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে, যা শেষ হলে চূড়ান্ত তথ্য জনসমক্ষে প্রকাশ করা হবে।”
প্রতিবছর ইরানে সড়ক দুর্ঘটনায় প্রায় ১৭,০০০ মানুষ হতাহত হন, যা দেশটিকে বিশ্বের অন্যতম ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ফেলেছে। নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা, পুরনো যানবাহনের ব্যবহার, এবং জরুরি সেবা কার্যক্রমের দুর্বলতাই এসব মৃত্যুর প্রধান কারণ বলে বিশেষজ্ঞরা মনে করেন।
এই ঘটনার পর দেশজুড়ে সড়ক নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠেছে।



