Logo
Logo
×

আন্তর্জাতিক

ফ্রান্সের মার্সেই এলাকায় ভয়াবহ দাবানল, ৫৯৩ একর জুড়ে ছড়িয়ে পড়েছে আগুন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১২:৪৮ পিএম

ফ্রান্সের মার্সেই এলাকায় ভয়াবহ দাবানল, ৫৯৩ একর জুড়ে ছড়িয়ে পড়েছে আগুন

ছবি- সংগৃহীত

ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম শহর মার্সেইয়ের ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলে নতুনভাবে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে, যা এখন পর্যন্ত প্রায় ৫৯৩ একর এলাকায় বিস্তৃত হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, আগুন নিয়ন্ত্রণে আনতে একাধিক হেলিকপ্টার ও সহস্রাধিক দমকলকর্মী দিনব্যাপী কাজ করে যাচ্ছে। মাত্র এক সপ্তাহ আগেই মার্সেইয়ের একই অঞ্চলে আরেকটি বড় ধরনের দাবানল ছড়িয়ে পড়েছিল, যার ফলে বহু মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয় এবং কাছাকাছি একটি বিমানবন্দরের কার্যক্রমও সাময়িকভাবে বন্ধ রাখতে হয়।

নতুন দাবানলের ঘটনায় কর্তৃপক্ষ জানিয়েছে, নিম্ন তাপমাত্রা ও আর্দ্রতার কারণে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। আঞ্চলিক দমকল বাহিনীর উপপরিচালক কর্নেল পিয়ের বেপোয়া বলেন, দ্রুত ছড়িয়ে পড়া আগুনের মধ্যে থেকেও ১৫০ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে এবং দেড়শ বাড়ি ও বনভূমির কিছু অংশকে রক্ষা করতে সক্ষম হয়েছেন দমকল কর্মীরা।

তিনি আরও বলেন, ঘন গাছপালায় ঢাকা এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, যার ফলে দমকল বাহিনীর কাজ কঠিন হয়ে পড়ে। তবে প্রথম অগ্রাধিকার ছিল মানুষের জীবন ও ঘরবাড়ি রক্ষা করা।

এদিকে স্পেনের টোলেডো প্রদেশেও বৃহস্পতিবার সন্ধ্যায় আরেকটি দাবানল ছড়িয়ে পড়ে, যার ফলে ৩ হাজার ২০০ হেক্টর বনভূমি ধ্বংস হয়ে গেছে। মাদ্রিদের কেন্দ্র থেকেও আগুনের ধোঁয়া দৃশ্যমান ছিল। আঞ্চলিক জরুরি পরিষেবা সংস্থার তথ্যমতে, দাবানল আক্রান্ত এলাকা ঘিরে ফেলা হলেও উচ্চ তাপমাত্রা ও তীব্র বাতাসের কারণে পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়ে গেছে।

ইউরোপজুড়ে দাবানলের এই প্রাকৃতিক দুর্যোগে বহু অঞ্চল ইতোমধ্যে বিপর্যস্ত হয়ে পড়েছে, যার মোকাবিলায় জরুরি কার্যক্রম জোরদার করা হচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন