BETA VERSION শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫
Logo
ইউনিকোড কনভার্টার
Logo
  • হোম
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • চাকরি
  • মিডিয়া

সব বিভাগ ভিডিও আর্কাইভ ইউনিকোড কনভার্টার
Logo

প্রিন্ট: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৮ এএম

Swapno

আন্তর্জাতিক

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ : মার্কিন সিনেটে ৫০ কোটি ডলার সহায়তার অনুমোদন

Icon

আন্তর্জাতিক ডেস্ক :

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১০:১০ এএম

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ : মার্কিন সিনেটে ৫০ কোটি ডলার সহায়তার অনুমোদন

ছবি - সংগৃহীত

ইউক্রেনের জন্য ৫০ কোটি ডলারের নিরাপত্তা সহায়তা অনুমোদন করেছে মার্কিন সিনেটের আর্মড সার্ভিসেস কমিটি। জাতীয় প্রতিরক্ষা অনুমোদন আইনের (ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট বা এনডিএএ) খসড়া অনুযায়ী ২০২৬ অর্থবছরের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে এই খসড়ায় যুক্তরাষ্ট্রের এ-১০ বিমানবহরের বাতিল করাকে সীমিত করার ব্যবস্থা রাখা হয়েছে।


রয়টার্স জানায়, এনডিএএ হলো মার্কিন সামরিক খাতের বার্ষিক নীতিমালা প্রণয়ন আইন, যা সেনাবাহিনীর জন্য অর্থ বরাদ্দ ও কর্তৃত্ব নির্ধারণ করে। এটি লকহিড মার্টিন ও বোয়িংয়ের মতো অস্ত্র নির্মাতাদের জন্য গুরুত্বপূর্ণ একটি দলিল হিসেবে বিবেচিত হয়।


বুধবার ২৬-১ ভোটে সিনেট কমিটিতে গৃহীত এই খসড়া আইনে ইউক্রেনের নিরাপত্তা সহায়তা উদ্যোগের সময়সীমা ২০২৮ সাল পর্যন্ত বৃদ্ধি করা হয়। ২০২৫ সালের অর্থ সহায়তা নির্ধারিত ৩০ কোটি থেকে ৫০ কোটি ডলারে উন্নীত করা হয়। এই উদ্যোগ ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নেওয়া হয়েছে। কারণ, ২০২২ সালে রাশিয়ার আক্রমণের পর দেশটি এখনও লড়াই চালিয়ে যাচ্ছে।


অন্যদিকে, জুনে উপস্থাপিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাজেট প্রস্তাবে এ-১০ বিমানবহর বাতিলের যে প্রস্তাব রাখা হয়েছিল, তা এই খসড়ায় প্রত্যাখ্যান করা হয়েছে। এই খসড়া আইন চীন, ইরান ও উত্তর কোরিয়ার দিক থেকে বৈশ্বিক নিরাপত্তা হুমকি মোকাবিলার বিষয়েও গুরুত্ব দিয়েছে। আইনটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন প্রযুক্তি ও হাইপারসনিক অস্ত্রের মতো অত্যাধুনিক প্রযুক্তির ওপর বিনিয়োগ বৃদ্ধি করে মার্কিন সামরিক আধিপত্য ধরে রাখার ওপর জোর দেওয়া হয়েছে।

সিএনএন জানায়, ইউক্রেনের পশ্চিমাঞ্চলে এক দফা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। গতকাল শনিবার ভোরে হওয়া এই হামলায় রোমানিয়া সীমান্তবর্তী চেরনিভসিতে অন্তত দু’জন প্রাণ হারান।


সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেন, লেভিভ, লুটস্ক এবং চেরনিভসির মতো পশ্চিমাঞ্চলীয় শহরগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অন্যান্য অঞ্চলেও হামলার ঘটনা ঘটেছে।


রাশিয়া ‘সন্ত্রাস’ বৃদ্ধি করছে অভিযোগ করে তিনি বলেন, শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে আবাসিক এলাকা লক্ষ্য করে হামলা চালাচ্ছে মস্কো। এতে বেসামরিক লোকজন হতাহত হচ্ছেন। ওই পোস্টে রাশিয়ার ওপর কড়া নিষেধাজ্ঞা আরোপের জোরালো আহ্বান জানিয়েছেন সিবিহা।

আরটির খবরে বলা হয়েছে, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলতি বছরই যুদ্ধবিরতি দরকার বলে ইউক্রেনের সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান কিরিল বুদানভ দাবি করেছেন। শুক্রবার ব্লুমবার্গে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

বুদানভ বলেন, যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতি হওয়া দরকার এবং সেটা এ বছরের অনেক আগেই। এটি বাস্তবসম্মত এবং কঠিন না। এতে অন্তত তিন পক্ষ দরকার– ইউক্রেন, রাশিয়া এবং যুক্তরাষ্ট্র। আমরা সেই অবস্থানে পৌঁছাব। এই বক্তব্য এমন একসময়ে এলো, যখন ইউক্রেনীয় সেনারা ফ্রন্টলাইনের বিভিন্ন অংশে পিছিয়ে পড়ছে।




রাশিয়া-ইউক্রেন যুদ্ধ মার্কিন সিনেটে ৫০ কোটি ডলার সহায়তার অনুমোদন

এ সম্পর্কিত আরো খবর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সব খবর

সব খবর

আরো পড়ুন

Logo

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: jugerchinta24@gmail.com

আমাদের কথা যোগাযোগ শর্তাবলি ও নীতিমালা গোপনীয়তা নীতি বিজ্ঞাপন মূল্য তালিকা

অনুসরণ করুন

২০২৫ যুগের চিন্তা ২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

ঠিকানা: ২১/বি (৫ম তলা), গার্ডেন রোড, পশ্চিম তেজতুরীবাজার, তেজগাঁও, ঢাকা-১২১৫ | যোগাযোগ: +৮৮০১৩৩৯৪০৯৮৩৯, +৮৮০১৩৩৯৪০৯৮৪০ | ই-মেইল: jugerchinta24@gmail.com