
প্রিন্ট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫১ এএম
ট্রাম্পের কানাডার ওপর ৩৫% শুল্ক আরোপের হুমকি

অনলাইন ডেস্ক :
প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ১২:৪৭ পিএম

ছবি-সংগৃহীত
কানাডার পণ্যের ওপর আগামী মাস থেকে ৩৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যান্য বাণিজ্য অংশীদারদের ওপরও শিগগিরই ১৫ থেকে ২০ শতাংশ সার্বিক শুল্ক আরোপ হতে পারে বলেও সতর্ক করেন তিনি। খবর রয়টার্স
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে লেখা চিঠির একটি অনুলিপি বৃহস্পতিবার (১০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন ট্রাম্প। সেখানে দেখা গেছে, আগামী ১ আগস্ট থেকে নতুন শুল্ক হার কার্যকর হবে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কানাডা পাল্টা ব্যবস্থা নিলে পরিণতি আরও খারাপ হবে বলেও সতর্ক করেন তিনি।
ট্রাম্প তার চিঠিতে অভিযোগ করেন, কানাডা থেকে যুক্তরাষ্ট্রে ফেন্টানিল প্রবাহ এবং কানাডার নানা শুল্ক ও অশুল্ক বাধা—বিশেষ করে যেগুলো মার্কিন দুগ্ধ খাতকে ক্ষতিগ্রস্ত করছে—সেগুলো মেনে নেওয়া যায় না। তার মতে, এই বাণিজ্য ঘাটতি যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।
তবে কানাডার কর্মকর্তারা বলছেন, কানাডা থেকে ফেন্টানিল প্রবাহ খুবই নগণ্য, তবু তারা সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করেছেন।
মেক্সিকোর পর যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার হচ্ছে কানাডা। মার্কিন পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, গত বছর যুক্তরাষ্ট্র থেকে প্রায় সাড়ে তিনশ বিলিয়ন মার্কিন ডলার মূল্যমানের পণ্য আমদানি করেছে কানাডা। এই একই সময়, যুক্তরাষ্ট্রে তাদের রফতানিকৃত পণ্যের আকার ছিল ৪১২ বিলিয়ন ডলারের।