লেবাননে হিজবুল্লাহর ঘাঁটিতে ইসরায়েলের হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০৬:৩১ পিএম
ছবি : সংগৃহীত
দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর একাধিক ঘাঁটি ধ্বংস করার দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। বুধবার (৯ জুলাই) টাইমস অব ইসরায়েল সূত্রে জানা যায়, সম্প্রতি কয়েকটি অভিযানে হিজবুল্লাহর অস্ত্রাগার ও অবকাঠামো শনাক্ত ও ধ্বংস করেছে তারা, তবে নির্দিষ্ট সময় জানানো হয়নি।
আইডিএফ’র বরাতে বলা হয়েছে, জাবাল ব্লাত এলাকায় ৩০০তম ‘বারাম’ ব্রিগেডের সদস্যরা হিজবুল্লাহর একটি ঘাঁটি ধ্বংস করেছে। সেখানে মর্টার, গুলি ছোড়ার ব্যবস্থা ও অস্ত্র মজুত ছিল।
অন্যদিকে লাব্বুনেহর বনাঞ্চলে ওদেদ ব্রিগেডের রিজার্ভ সৈন্যরা একটি লুকানো অস্ত্র ভাণ্ডার শনাক্ত করে, যাতে মাল্টিপল রকেট লঞ্চার, মেশিনগান ও বিস্ফোরক ডিভাইস ছিল। এগুলোরও ধ্বংসের দাবি করা হয়েছে।
আইডিএফ আরও জানায়, একই এলাকায় একটি ভূগর্ভস্থ ঘাঁটি চিহ্নিত করে কম্ব্যাট ইঞ্জিনিয়ারদের সহায়তায় তা ধ্বংস করা হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বরে যুদ্ধবিরতির পর দক্ষিণ লেবাননের পাঁচটি কৌশলগত পয়েন্টে আইডিএফ মোতায়েন রয়েছে এবং নিয়মিত অভিযান চালাচ্ছে। হিজবুল্লাহর যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগের ভিত্তিতে এসব হামলা চালানো হয়েছে বলে দাবি করছে ইসরায়েল।



