Logo
Logo
×

আন্তর্জাতিক

জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েলে বিক্ষোভ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ০৫:৩৬ পিএম

জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েলে বিক্ষোভ

ছবি- সংগৃহীত

গাজা উপত্যকা থেকে জিম্মিদের মুক্তির দাবিতে শনিবার (৫ জুলাই) তেলআবিবের রাজপথে হাজার হাজার ইসরায়েলি নাগরিক বিক্ষোভে অংশ নেন। কয়েক ঘণ্টাব্যাপী এই আন্দোলনে তারা সরকারের কাছে একটি পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বন্দি বিনিময় চুক্তির দাবি জানান, যাতে জীবিত ও মৃত সব জিম্মির মুক্তি নিশ্চিত হয়।

ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথ জানিয়েছে, বিক্ষোভকারীরা বাছাইভিত্তিক নয়, বরং একটি সামগ্রিক চুক্তির দাবি করছেন। হামাসের সঙ্গে পূর্ণাঙ্গ বন্দি বিনিময় চুক্তি করতে সরকারের ওপর চাপ সৃষ্টি করছেন তারা।

জিম্মিদের পরিবারের সদস্যরাও এই বিক্ষোভে অংশ নেন। তারা মঞ্চে উঠে বক্তব্য দেন এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানান, যেন আর কোনো বিলম্ব না করে দ্রুত একটি চুক্তিতে পৌঁছানো হয়।

এদিকে, ইসরায়েল সরকার জানিয়েছে, তারা কাতারের রাজধানী দোহায় হামাসের সঙ্গে আলোচনার জন্য একটি প্রতিনিধিদল পাঠাচ্ছে। হামাসের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মধ্যস্থতাকারীরা জানিয়েছেন, উভয় পক্ষের মতপার্থক্য কমে আসায় চুক্তির সম্ভাবনা জোরালো হয়েছে।

প্রধানমন্ত্রী নেতানিয়াহু রোববার যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন এবং সেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে হারেতজ জানিয়েছে।

ইসরায়েলের হিসাব অনুযায়ী, বর্তমানে গাজায় প্রায় ৫০ জন জিম্মি রয়েছেন, যাদের মধ্যে অন্তত ২০ জন জীবিত। অপরদিকে, ইসরায়েলি কারাগারে ১০ হাজার ৪০০-এর বেশি ফিলিস্তিনি বন্দি রয়েছেন। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, এসব বন্দির অনেকে নির্যাতন, খাদ্য সংকট ও চিকিৎসা অবহেলার শিকার হচ্ছেন, যার ফলে বহুজনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে, গত অক্টোবর থেকে ইসরায়েল গাজায় সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে, যা আন্তর্জাতিক মহলে গণহত্যার অভিযোগ হিসেবে বিবেচিত হচ্ছে। আল জাজিরা জানিয়েছে, এ পর্যন্ত ৫৭ হাজার ৩০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন