কাশ্মিরে নিজ অস্ত্রের গুলিতে ভারতীয় সৈন্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ০১:৪২ পিএম

ভারতশাসিত জম্মু ও কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনীর এক সেনাসদস্য নিহত হয়েছেন। উপত্যকাটির রাজৌরি জেলার একটি সেনাক্যাম্পে নিজ অস্ত্রের গুলিতে তিনি মারা যান।
অবশ্য এটি আত্মহত্যা নাকি অসাবধানতায় গুলি ছোড়ার ঘটনা, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে রোববার (৬ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
সংবাদমাধ্যমটি বলছে, জম্মু ও কাশ্মিরের রাজৌরি জেলার একটি সেনাক্যাম্পে নিজের সার্ভিস রাইফেলের গুলিতে এক সেনাসদস্যের মৃত্যু হয়েছে। রোববার এ তথ্য জানিয়েছে স্থানীয় প্রশাসন।
ভারতীয় সেনাবাহিনীর ৫৪ রাষ্ট্রীয় রাইফেলসে কর্মরত ওই সেনাসদস্য শনিবার রাতের দিকে রাজৌরি শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরের সোলকি গ্রামের কোম্পানি হেডকোয়ার্টারে প্রহরার দায়িত্বে ছিলেন।
হঠাৎ তার পোস্ট থেকে গুলির শব্দ শুনে সহকর্মীরা দৌড়ে যান এবং গিয়ে দেখেন, তিনি ঘটনাস্থলেই মারা গেছেন।
তাৎক্ষণিকভাবে এটি আত্মহত্যা নাকি অসাবধানতায় গুলি ছোড়ার ঘটনা তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখতে আইনি প্রক্রিয়া শুরু করেছে বলে জানিয়েছে।