Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানের মিসাইলে পাঁচ সামরিক ঘাঁটিতে ক্ষয়ক্ষতির তথ্য গোপন করেছিল ইসরাইল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ১২:৩৬ পিএম

ইরানের মিসাইলে পাঁচ সামরিক ঘাঁটিতে ক্ষয়ক্ষতির তথ্য গোপন করেছিল ইসরাইল

ছবি- সংগৃহীত

গত জুনে সংঘটিত ইরান-ইসরাইল ১২ দিনের যুদ্ধে ইরানের ব্যালিস্টিক মিসাইল ইসরাইলের অন্তত পাঁচটি সামরিক ঘাঁটিতে আঘাত হেনেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ। অরেগন স্টেট ইউনিভার্সিটির স্যাটেলাইট রাডার ডেটা বিশ্লেষণ করে এই তথ্য প্রকাশ করা হয়।

যুদ্ধের সময় ইরান ছয়টি রকেটের মাধ্যমে টেল নোফ বিমান ঘাঁটি, গ্লিলট গোয়েন্দা ঘাঁটি এবং জিপ্পোরিট অস্ত্র ও যানবাহন উৎপাদন কেন্দ্রসহ পাঁচটি আইডিএফ স্থাপনায় হামলা চালায়। ইসরাইলি সেন্সরশিপ নীতির কারণে এসব হামলার বিস্তারিত তথ্য দেশটির গণমাধ্যমে প্রকাশ নিষিদ্ধ।

ইসরাইল গত ১৩ জুন ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করতে অভিযান শুরু করে। পাল্টা জবাবে ইরান ৫০০টিরও বেশি ব্যালিস্টিক মিসাইল এবং প্রায় ১,১০০ ড্রোন ইসরাইলের দিকে নিক্ষেপ করে। এর মধ্যে ৩৬টি মিসাইল ইসরাইলি ও মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে ভেতরে প্রবেশ করে, যার ফলে ২৮ জন নিহত হন, ১৩,০০০-এর বেশি মানুষ বাস্তুচ্যুত হন এবং শতাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, যুদ্ধের প্রথম আট দিনে ইরানি মিসাইলের প্রতিরোধ হার কমতে থাকে এবং সপ্তম দিনে প্রায় ১৬ শতাংশ মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে। এর পেছনে কারণ হিসেবে ইসরাইলের ইন্টারসেপ্টর মিসাইল সীমিত হয়ে যাওয়া এবং ইরানের উন্নত প্রযুক্তির মিসাইল ব্যবহারের বিষয়টি উল্লেখ করা হয়েছে।

১৯ জুনের একটি ঘটনায় ইরান ক্লাস্টার বোমা ব্যবহার করে আজোর শহরে আঘাত হানে, যা ৮ কিলোমিটার ব্যাসার্ধে বিস্ফোরণ ঘটায়। এতে একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন