
প্রিন্ট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫০ এএম
করাচিতে ভবন ধসে ১৪ জনের মৃত্যু, ধ্বংসস্তূপে আটকা আরও অনেকে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ১১:৩৫ এএম

ছবি- সংগৃহীত
শুক্রবার বিকেলে পাকিস্তানের করাচির লায়ারি এলাকার শাইখা রোডে ঘটে যাওয়া একটি পাঁচতলা আবাসিক ভবন ধসের ঘটনা শহরজুড়ে নড়েচড়ে বসিয়েছে সবাইকে। দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যাদের মধ্যে ৫ জন নারী, ৮ জন পুরুষ এবং ৭ বছর বয়সী এক শিশুও রয়েছে। তবে ধ্বংসস্তূপের নিচে ২৫–৩০ জন এখনও চাপা পড়ে থাকার আশঙ্কা থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
ভবনটি ১৯৭৪ সালে নির্মিত হলেও, কয়েক বছর আগে এটি ‘বিপজ্জনক’ হিসেবে ঘোষিত হয় নগর প্রশাসনের পক্ষ থেকে। প্রশাসনের একাধিকবার সতর্ক করার পরও অনেক বাসিন্দা নিরাপদ স্থানে যেতে চাননি। মেয়র মুর্তাজা ওয়াহাব ঘটনাস্থলে এসে সাংবাদিকদের জানান, করাচির পুরোনো শহর এলাকায় আরও ৪০০টির বেশি ভবন রয়েছে যেগুলো ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত।
উদ্ধারকাজে নিয়োজিত কর্মীরা ক্লান্তির মধ্যেও ঘণ্টার পর ঘণ্টা ধরে অভিযান চালিয়ে যাচ্ছেন। ধ্বংসস্তূপের পাশে থাকা দুটি আবাসিক ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। দক্ষিণ করাচির উপ পুলিশ কমিশনার জানিয়েছেন, ভবন ধসে পড়ার সময় এতে মোট ৬টি পরিবার বসবাস করছিল।
এই ভয়াবহ দুর্ঘটনায় শোক জানিয়েছেন পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক। প্রধানমন্ত্রী সিন্ধ প্রাদেশিক সরকারকে উদ্ধার ও ত্রাণ তৎপরতায় সর্বাত্মক সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন।
ভবন ধসের কারণ ও ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিতে সিন্ধ সরকার ইতোমধ্যে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে, যাদের আগামী ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।