পুত্রবধূকে সিনেট নির্বাচনের প্রার্থী করেছেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ০২:৩০ পিএম
ছবি- সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পুত্রবধূ লারা ট্রাম্পকে রিপাবলিকান পার্টির পক্ষ থেকে ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে সিনেট প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্য থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ট্রাম্প বলেন, “লারা নর্থ ক্যারোলাইনায় জন্মেছে, বেড়ে উঠেছে। যদিও বর্তমানে তার পরিবার ফ্লোরিডায় বসবাস করে, তবুও মানসিকভাবে সে সবসময় নর্থ ক্যারোলাইনার বাসিন্দা।”
বর্তমানে লারা ফ্লোরিডায় স্বামী এরিক ট্রাম্পের সঙ্গে স্থায়ীভাবে বসবাস করছেন। তিনি ফক্স নিউজ চ্যানেলের ‘মাই ভিউ উইথ লারা ট্রাম্প’ নামের সাপ্তাহিক অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে কাজ করছেন।
ট্রাম্পের ঘনিষ্ঠ সূত্র জানায়, সদ্য সিনেটে পাস হওয়া কর ও অভিবাসন বিষয়ক একটি বিলের বিরুদ্ধে ভোট দেওয়ায় বর্তমান সিনেটর থম টিলিসের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন ট্রাম্প। তারই ধারাবাহিকতায় টিলিসকে পুনঃমনোনয়ন না দিয়ে নিজ পুত্রবধূকে দলের প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
প্রসঙ্গত, নর্থ ক্যারোলাইনা যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য, যেখানে রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টির মাঝে হাড্ডাহাড্ডি লড়াই হয়। এই রাজ্যে রিপাবলিকানদের জন্য নতুন করে লড়াইয়ের ময়দানে নামছেন লারা ট্রাম্প।
আরএস/



