
প্রিন্ট: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩০ এএম
যুক্তরাষ্ট্রপ্রবাসী এ কে এম বদরুদ্দোজার হার্ট অ্যাটাকে মৃত্যু

জুয়েল আইচ :
প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ০৫:৪৫ পিএম

গত ২৮ জুন রাতে যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিত্ব আলহাজ্ব এ কে এম বদরুদ্দোজা হার্ট অ্যাটাকে নিউ জার্সির 'পেন্ উইলিয়াম মেডিসিন হাসপাতালে' ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
তাঁর জন্ম ১৯৩৮ সালের ৯ নভেম্বর চট্টগ্রামের মিরেরসরাই জেলার মিঠাছরা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে।
বিমান, বাংলাদেশ এয়ারলাইন্স সূচনা হয়েছিল যে ক'জন ব্যক্তিত্বের হাতে, তিনি তাঁদের অন্যতম।
একদম শুরু থেকেই তিনি অত্যন্ত দক্ষতার সাথে যুক্তরাজ্যের লন্ডন, জার্মানির ফ্রাঙ্কফুর্ট, সৌদি আরবের জেদ্দা, মালয়েশিয়ার কুয়ালালামপুর, কুয়েত, কাতার, সিঙ্গাপুরসহ বিমানের প্রায় সমস্ত গন্তব্যে অবিশ্বাস্য দক্ষতার সঙ্গে স্টেশন ম্যানেজারের দায়িত্ব পালন করে বিমান তথা বাংলাদেশের ভাবমূর্তি অতি দ্রুত উজ্জ্বল করে তোলেন।
নিজে অতি সাধারণ জীবন যাপন করে তাঁর আয়,সময় ও নিরলস শ্রমকে কাজে লাগিয়ে দেশে অনেক স্কুল,কলেজ,মাদ্রাসা ও মসজিদ প্রতিষ্ঠা করে গেছেন। দুস্থ মানবতার সেবায় তাঁর হৃদয় ছিল সাধ্যাতীতভাবে খোলা।
বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডেও তাঁর ছিল বিরল প্রতিভা। বাংলাদেশ বেতার ও বিটিভির প্রথম শ্রেণীর সঙ্গীতশিল্পী ছিলেন তিনি। ছিলেন গীতিকবি এবং অসাধারণ সুরকার। তাঁর ব্যক্তিত্বের আকর্ষণ এতই মোহনীয় ছিল যে মঞ্চে গাইতে উঠলেই দর্শক আনন্দ উল্লাসে ফেটে পড়তেন।
আধুনিক,নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত ছাড়াও লোকসঙ্গীতেও ছিলেন তিনি সমান পারদর্শী।
তাঁর মৃত্যুতে বাংলাদেশ হারালো একজন প্রকৃত দেশপ্রেমিক অসামান্য হৃদয়বান প্রতিভাকে।
মৃত্যুকালে তিনি অসংখ্য ভক্ত ও গুণগ্রাহী ছাড়াও দুই কন্যা ও এক পুত্র রেখে গেছেন, যাঁরা তাঁর চলমান অসম্পন্ন কাজগুলো সম্পন্ন করতে বদ্ধপরিকর।