
প্রিন্ট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৯ এএম
গাজায় ইসরায়েলি বোমা হামলায় নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ০৩:২৪ পিএম

ছবি : সংগৃহীত
উত্তর গাজার একটি ব্যস্ত ইন্টারনেট ক্যাফেতে সোমবার ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বহু নারী ও শিশুও রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রত্যক্ষদর্শী ও চিকিৎসা সূত্র।
জানা গেছে, ইন্টারনেট ক্যাফেটি মূলত গৃহহারা ফিলিস্তিনিদের জন্য অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল। পাশাপাশি, এর ওয়াই-ফাই সুবিধার কারণে সাংবাদিক ও ত্রাণকর্মীরাও এখানে কাজ করতেন।
এই হামলা থেকে প্রাণে বেঁচে যাওয়া ইয়াহিয়া শরীফ আল জাজিরাকে বলেন, “ইসরায়েলি বিমান থেকে সরাসরি বোমা নিক্ষেপ করা হয়। আমরা মানবদেহের ছিন্নভিন্ন অঙ্গ খুঁজে পেয়েছি। এই জায়গাটির কোনো রাজনৈতিক বা সামরিক সংশ্লিষ্টতা ছিল না—শুধু মানুষে পরিপূর্ণ একটি স্থান, যেখানে শিশুরাও ছিল।”
এদিকে গাজায় চলমান সহিংসতা নিয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প গাজায় যুদ্ধবিরতির পক্ষে এবং এটি তার প্রশাসনের অগ্রাধিকার। তিনি বলেন, “ইসরায়েল ও গাজা থেকে আসা হৃদয়বিদারক চিত্রগুলো আমাদের গভীরভাবে নাড়া দেয়। প্রেসিডেন্ট চান যুদ্ধ অবসান হোক ও মানুষের জীবন রক্ষা পাক।”
এছাড়া আগামী সোমবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে স্বাগত জানাবেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম এপি।
এদিকে ইসরায়েলের কৌশলগত বিষয়ক মন্ত্রী ও নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী রন ডারমার বর্তমানে ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন। তিনি গাজায় যুদ্ধবিরতি, ইরানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।