Logo
Logo
×

আন্তর্জাতিক

বিশ্ববাজারে তেলের দামে বড় পতনের আভাস

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ১১:১৬ এএম

বিশ্ববাজারে তেলের দামে বড় পতনের আভাস

ছবি- সংগৃহীত

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন হতে পারে বলে আভাস দিয়েছে আন্তর্জাতিক বিনিয়োগ সংস্থা মরগান স্ট্যানলি। তাদের মতে, কয়েক দফায় তেলের দাম কমে আগামী বছর তা স্থিতিশীল পর্যায়ে পৌঁছাতে পারে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, বিশ্বজুড়ে সরবরাহ ভালো থাকায় এবং ভূ-রাজনৈতিক চাপ কিছুটা কমে যাওয়ায় ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ৬০ ডলারে নেমে আসতে পারে।

বিশ্লেষকরা জানান, ওপেক-এর বাইরের দেশগুলো থেকে সরবরাহ বাড়ছে, যা প্রতিদিন প্রায় ১০ লাখ ব্যারেল পর্যন্ত হতে পারে। ওপেকও উৎপাদন কোটা কিছুটা কমিয়ে আনছে, ফলে বাজারে অতিরিক্ত সরবরাহের সম্ভাবনা তৈরি হচ্ছে।

তবে মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনার কারণে এক সময় তেলের দাম বেড়ে যায় ব্যারেলপ্রতি ৮০ ডলারের ওপর। এমনকি তখন ১০০ ডলারে পৌঁছানোর আশঙ্কাও ছিল। যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সে পরিস্থিতি দ্রুত বদলে যায়।

রয়টার্সের জরিপ অনুযায়ী, সোমবার ব্রেন্ট ফিউচারের দাম ১৬ সেন্ট কমে দাঁড়ায় ৬৭.৬১ ডলারে। অপরদিকে মার্কিন অপরিশোধিত তেলের দাম কমেছে ৪১ সেন্ট, যা দাঁড়ায় ৬৫.১১ ডলারে।

বিশ্বব্যাপী তেলের সরবরাহ ও দাম পরিবর্তনের এ চিত্র বিশ্ব অর্থনীতির ওপর বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন