
প্রিন্ট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৫ এএম
এখন সময় নতুন রাজনৈতিক দল গঠনের: ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ১১:০৫ এএম

ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত বাজেট পরিকল্পনার কড়া সমালোচনা করেছেন টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। তিনি দাবি করেছেন, এই বিল দেশকে অনিয়ন্ত্রিত ঋণের দিকে ঠেলে দিচ্ছে এবং এটি “পাগলামি পর্যায়ের খরচ”।
সোমবার (৩০ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে মাস্ক লেখেন, “আমরা একদলীয় ব্যবস্থায় বাস করছি—নাম ‘পোর্কি পিগ পার্টি’। এখন সময় এসেছে এমন একটি নতুন রাজনৈতিক দল গঠনের, যারা সত্যিকার অর্থে সাধারণ মানুষের পক্ষে কথা বলবে।”
It is obvious with the insane spending of this bill, which increases the debt ceiling by a record FIVE TRILLION DOLLARS that we live in a one-party country – the PORKY PIG PARTY!!
— Elon Musk (@elonmusk) June 30, 2025
Time for a new political party that actually cares about the people.
সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, মাস্ক মূলত যে বিলটির কথা বলছেন, তা যুক্তরাষ্ট্রের ফেডারেল ঋণসীমা ৫ ট্রিলিয়ন ডলার পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করেছে। তার ভাষ্যে, দুই প্রধান রাজনৈতিক দল বাজেট ব্যবস্থাপনায় দায়িত্বশীলতা দেখাতে ব্যর্থ হয়েছে।
এর আগে এই ব্যয় পরিকল্পনা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রকাশ্য বাকবিতণ্ডায় জড়িয়েছিলেন মাস্ক। যদিও পরে তার বক্তব্য কিছুটা নমনীয় হয়, এই বিতর্কটি ব্যবসায়িক নেতৃত্ব ও রাজনৈতিক ক্ষমতার মধ্যকার তীব্র মতপার্থক্যের ইঙ্গিত দেয়।
এদিকে মাস্কের মন্তব্যের পর টেসলার শেয়ারদরে বড় ধরনের পতন ঘটে এবং প্রায় ১৫০ বিলিয়ন ডলার বাজারমূল্য হারিয়ে যায়, যদিও পরে তা কিছুটা ঘুরে দাঁড়ায়। এই ঘটনাটি রাজনৈতিক বিতর্কের অর্থনৈতিক প্রভাব কতটা গভীর হতে পারে, তা স্পষ্ট করে তোলে।
মাস্ক আরও জানান, “যদি এই ব্যয় বিলটি পাস হয়, তবে পরদিনই ‘আমেরিকা পার্টি’ নামে একটি নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা আসবে।” তার মতে, বর্তমান রাজনৈতিক কাঠামোর বাইরে একটি ‘জনতার কণ্ঠস্বর’ তৈরি হওয়া এখন সময়ের দাবি।