Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, নিহত ১২

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ৩০ জুন ২০২৫, ১০:০৯ পিএম

ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, নিহত ১২

ছবি-সংগৃহীত

ভারতের তেলেঙ্গানা রাজ্যের সাঙ্গারেড্ডি জেলার পাশামাইলারামে একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ১২ শ্রমিক নিহত এবং ৩০ জনের বেশি আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত ১২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনাটি ঘটেছে হায়দরাবাদ সংলগ্ন শিল্পাঞ্চলে অবস্থিত ‘সিগাচি কেমিক্যালস’ নামের একটি রাসায়নিক উৎপাদনকারী কারখানায়। বিস্ফোরণের পরপরই কারখানার তিনতলা ভবনে ব্যাপক আগুন ছড়িয়ে পড়ে এবং ভবনটি সম্পূর্ণভাবে ধসে পড়ে।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট পৌঁছে টানা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কারখানায় বিস্ফোরণের সময় মোট ৬৬ শ্রমিক উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ৮ জন ঘটনাস্থলেই প্রাণ হারান এবং হাসপাতালে নেওয়ার পর আরও ৪ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে অভিষেক কুমার (বিহার) এবং নগর্জিৎ তিওয়ারি (ওড়িশা) নামের দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের তীব্রতায় শ্রমিকরা কয়েক মিটার দূরে ছিটকে পড়েন এবং আগুন আশপাশের ভবনেও ছড়িয়ে পড়ে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো শিল্পাঞ্চলে, পাশের কারখানার কর্মীরাও দৌড়ে নিরাপদ স্থানে চলে যান।

উদ্ধার অভিযানে অংশ নেয় রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী, হায়দরাবাদ দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা, পুলিশ ও স্থানীয় প্রশাসন। ধ্বংসস্তূপ সরাতে ব্যবহার করা হয় আধুনিক যন্ত্রপাতি। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে ৪টি মরদেহ উদ্ধার করেন।


প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, কারখানার এয়ার ড্রায়ার সিস্টেমে ত্রুটি থেকেই বিস্ফোরণ এবং আগুনের সূচনা হয়। এটি কোনো কেমিক্যাল রিঅ্যাক্টরের বিস্ফোরণ নয় বলে নিশ্চিত করেছেন রাজ্যের শ্রমমন্ত্রী জি বিবেক।


তিনি আরও জানান, নিহতদের মধ্যে কারখানার ম্যানেজারও রয়েছেন এবং দুর্ঘটনার ফলে শ্রমিকদের সম্পর্কিত সব রেকর্ড আগুনে পুড়ে গেছে।


ঘটনাস্থল পরিদর্শন করেছেন তেলেঙ্গানার স্বাস্থ্যমন্ত্রী ডামোদর রাজা নারসিমহা এবং শ্রমমন্ত্রী জি বিবেক। রাজ্যপাল জিষ্ণু দেববর্মা দুর্ঘটনার জন্য গভীর শোক প্রকাশ করে আহতদের উন্নত চিকিৎসার নির্দেশ দিয়েছেন।


এদিকে মুখ্যমন্ত্রী এ রেভন্ত রেড্ডি এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে উদ্ধার কার্যক্রমে সর্বোচ্চ সহায়তা এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন