Logo
Logo
×

আন্তর্জাতিক

গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির উদ্যোগে মিশরের নতুন প্রস্তাব

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৫, ১১:৪১ এএম

গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির উদ্যোগে মিশরের নতুন প্রস্তাব

ছবি : সংগৃহীত

গাজায় চলমান সংঘাত বন্ধে নতুন যুদ্ধবিরতির উদ্যোগ নিয়েছে মিশর। প্রস্তাবিত এই চুক্তির আওতায় ৬০ দিনের যুদ্ধবিরতির পাশাপাশি ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং গাজায় দ্রুত মানবিক সহায়তা প্রবেশের পরিকল্পনা রয়েছে।

রোববার (২৯ জুন) সন্ধ্যায় স্থানীয় ‘অনটিভি’ চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি এ তথ্য জানান। তিনি বলেন, “আমরা টেকসই যুদ্ধবিরতি ও স্থায়ী শান্তির পথ তৈরি করতে কাজ করছি। এটি মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের সম্মিলিত উদ্যোগের একটি প্রথম ধাপ।”

তিনি আরও জানান, এই উদ্যোগের আওতায় গাজায় চিকিৎসাসামগ্রীসহ জরুরি সহায়তা প্রবেশ এবং নির্দিষ্ট সংখ্যক ইসরায়েলি জিম্মির মুক্তির বিষয়টি আলোচনার টেবিলে রয়েছে। এটি ১৯ জানুয়ারির তিন-পর্যায়ের যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়নের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে পারে বলে মত দেন তিনি।

আবদেলাত্তি সতর্ক করে বলেন, “যদি আগ্রাসন আবার শুরু হয়, তা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে।”

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর হামাসের অতর্কিত হামলার পর ইসরায়েল গাজায় টানা সামরিক অভিযান শুরু করে। ১৯ জানুয়ারিতে একবার যুদ্ধবিরতি কার্যকর হলেও ১৮ মার্চ তা ভেঙে যায়। এরপর থেকে এখন পর্যন্ত প্রায় ৫৬ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন