
প্রিন্ট: ২৯ আগস্ট ২০২৫, ০৬:১২ পিএম
পাকিস্তানে পরিবেশ সুরক্ষায় নতুন পদক্ষেপ

অনলাইন ডেস্ক :
প্রকাশ: ৩০ জুন ২০২৫, ১১:১১ এএম

ছবি-সংগৃহীত
জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা পাকিস্তান পরিবেশ সুরক্ষায় নতুন এক পদক্ষেপ নিয়েছে। পাকিস্তানের পাঞ্জাব সরকার ‘গ্রিন ক্রেডিট প্রোগ্রাম’ নামে একটি অভিনব উদ্যোগ চালু করেছে, যার আওতায় সাধারণ মানুষ ব্যবহৃত প্লাস্টিক বোতল জমা দিয়ে অর্থ পাবেন।
এ উদ্যোগের লক্ষ্য মূলত পাঞ্জাবে একটি কার্বন ক্রেডিট বা নির্গমন বাণিজ্যিক ব্যবস্থা গড়ে তোলা এবং তরুণ, শিক্ষার্থী, নারী ও সাধারণ জনগণকে পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত করা।
প্রকল্পটির আওতায় পাঞ্জাব সরকার একটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে, যারা একবার ব্যবহৃত প্লাস্টিক পুনর্ব্যবহার করবে। এ কাজে চীনা প্রযুক্তির সহায়তায় স্থানীয়ভাবে তৈরি বিশেষ মেশিন আগামী মাসে লাহোরের চারটি প্রধান বিশ্ববিদ্যালয়ে স্থাপন করা হবে। ।
তথ্যসূত্র : জিও নিউজ