
প্রিন্ট: ২০ জুলাই ২০২৫, ০৮:৫৮ এএম
গাজার অধিবাসীদের সরে যেতে বলল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৯ জুন ২০২৫, ০৩:২৯ পিএম

ছবি- সংগৃহীত
ইসরায়েলি সেনাবাহিনী উত্তর গাজা উপত্যকার বাসিন্দাদের উদ্দেশে জরুরি সতর্কতা জারি করেছে। গাজা শহর ও আশপাশের এলাকাগুলো থেকে অবিলম্বে দক্ষিণে আল-মাওয়াসির অঞ্চলের দিকে সরে যেতে বলা হয়েছে।
এরমধ্যে গাজা শহরের কিছু অংশ এবং আশেপাশের এলাকার কিছু অংশও রয়েছে। হামাসের সাথে যুদ্ধের ২০ মাসেরও বেশি সময় ধরে সংঘাত চলছে।
ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র আভিচায় আদরাই এক্স-এ (সাবেক টুইটার) একটি মানচিত্রসহ পোস্ট করে বলেন, “নাগরিকদের নিরাপত্তার জন্য অবিলম্বে দক্ষিণে সরে যেতে হবে।” তিনি আরও জানান, সন্ত্রাসী সংগঠনগুলোর সক্ষমতা ধ্বংস এবং তাদের প্রতিহত করতে তীব্র ও বিস্তৃত সামরিক অভিযান চালানো হবে।
এদিকে, ইসরায়েল ও হামাসের মধ্যে ২০ মাসেরও বেশি সময় ধরে চলমান সংঘাতে গাজায় ৫৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং লক্ষাধিক আহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ মানুষ।
আরএস/