Logo
Logo
×

আন্তর্জাতিক

গাজায় যুদ্ধবিরতির ইঙ্গিত দিলেন ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৫, ০৩:৫২ পিএম

গাজায় যুদ্ধবিরতির ইঙ্গিত দিলেন ট্রাম্প

ছবি : সংগৃহীত

ভারত-পাকিস্তান ও ইরান-ইসরাইল উত্তেজনা প্রশমনের পর এবার গাজা সংঘাত থামানোর ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৭ জুন) হোয়াইট হাউসের ওভাল অফিসে কঙ্গো-রুয়ান্ডা চুক্তি নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, “গাজায় একটি যুদ্ধবিরতি খুব কাছাকাছি অবস্থায় রয়েছে।”

তিনি জানান, পরিস্থিতি শান্ত করতে যেসব পক্ষ কাজ করছে, তাদের কয়েকজনের সঙ্গে সদ্যই কথা হয়েছে তার। ট্রাম্প আশা প্রকাশ করেন, মাত্র এক সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হতে পারে।

ফিলিস্তিনি সংগঠন হামাসও জানিয়ে দিয়েছে, যুদ্ধ শেষ করার চুক্তির আওতায় তারা গাজায় থাকা অবশিষ্ট জিম্মিদের মুক্তি দিতে প্রস্তুত। তবে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, হামাস সম্পূর্ণ নিরস্ত্র ও বিলুপ্ত না হলে যুদ্ধ বন্ধ করা হবে না। হামাস ইতোমধ্যে অস্ত্র সমর্পণে অস্বীকৃতি জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলার পর শুরু হওয়া ইসরায়েলি অভিযান এখন পর্যন্ত ৫৬,৩৩১ জন ফিলিস্তিনির প্রাণ নিয়েছে, আহত হয়েছে আরও ১ লাখ ৩২ হাজার ৬৩২ জন।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায়, যেখানে তারা ১,২০০ জনকে হত্যা এবং ২৫১ জনকে জিম্মি করে। এর জবাবে ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে।

গত ১৯ জানুয়ারি প্রথম দফা যুদ্ধবিরতি কার্যকর হলেও ১৮ মার্চ থেকে ফের অভিযান শুরু করে আইডিএফ। দ্বিতীয় পর্যায়ে আরও ৬ হাজার ৮ জন নিহত ও ২০ হাজার ৫৯১ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন