
প্রিন্ট: ২২ জুলাই ২০২৫, ০৩:০০ এএম
ইসরায়েলি হামলায় ইরানি পরমাণু বিজ্ঞানীসহ পরিবারের ১১ সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৬ জুন ২০২৫, ০৩:০৪ পিএম

ছবি- সংগৃহীত
ইরানের উত্তরাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় একজন শীর্ষ পরমাণু বিজ্ঞানী ও তার পরিবারের ১১ সদস্য নিহত হয়েছেন।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, সেদিঘি সাবের নামের এই বিজ্ঞানী তাঁর পরিবারসহ রাজধানী তেহরান থেকে কাস্পিয়ান উপকূলবর্তী শহর আস্তানেহ আশরাফিহ-তে অবকাশ যাপনে গিয়েছিলেন।
হামলায় নিহতদের মধ্যে ছিলেন তাঁর স্ত্রী, দুই সন্তান এবং পরিবারের বাকি সদস্যরা। স্থানীয় সময় রাত ২টার দিকে বাড়ির ওপর ড্রোন হামলা চালানো হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
টার্গেটে পরমাণু কর্মসূচি সেদিঘি সাবের ইরানের সামরিক গবেষণা প্রকল্পে নেতৃত্ব দিচ্ছিলেন বলে আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে দাবি করা হয়েছে। এর আগে আরও কয়েকজন ইরানি বিজ্ঞানীর ওপর প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, ইরানের পারমাণবিক সক্ষমতাকে প্রতিহত করতেই ধারাবাহিক এই অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল।
আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও উদ্বেগ এই হামলার নিন্দা জানিয়েছে রাশিয়া ও চীন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠকে বসার পরিকল্পনা করছে বলে জানা গেছে। বিশ্লেষকদের মতে, এই হত্যাকাণ্ড মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার সূত্রপাত ঘটাতে পারে।
আরএস/