
প্রিন্ট: ২৩ জুলাই ২০২৫, ০১:৪২ পিএম
আমেরিকান এসোসিয়েশন অব কানেকটিকাটের নির্বাচন ২৮ জুন

স্টাফ রিপোরর্টার :
প্রকাশ: ২৫ জুন ২০২৫, ১১:০১ পিএম

ছবি-যুগের চিন্তা
যুক্তরাষ্ট্রের অঙ্গ রাজ্য কানেকটিকাটের ব্রীজপৌট সিটি ৯৮৫ বি২ তে আরিফুর রহমান আরিফের বাস ভবনে মঙ্গলবার এক গুরুত্বপূর্ণ নিবাচনি আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । বাংলাদেশী আমেরিকান এসোসিয়েশন অব কানেকটিকাট (বাকের ) আগামী ২৮ জুন রোজ শনিবার ২০২৫ সকাল ৯ ঘটিকা হইতে বিকাল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে ।
এই নির্বাচন বিষয়ে গত কালকে , আলোচনা সভায় অংশগ্রহণ করেন, সাবেক সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী নূরুল আলম নূরু , বাকের বতমান সভাপতি প্রাথী ও বিশিষ্ট ব্যবসায়ী, তারিকুল আম্বিয়া তারেক , বাকের উপদেষ্টা সমাজিক সংগঠন জুনায়েদ এ খান , বাকের উপদেষ্টা বিশিষ্ট সংগঠক আবসার ঊদ্দিন , বাকের উপদেষ্টা সামাজিক সংগঠন পরিশ্রমী নেতা আব্দুল মান্নান , বাকের বতমান সহ - সভাপতি ফরিদ চৌধুরী তারেক , বাকের কোষাধ্যক্ষ মোহাম্মাদ রহমান রাজু , বাকের বতমান পাবলিক রিলেশন সেক্রেটারি আরিফুর রহমান আরিফ, বাকের ইস্পোস সেক্রেটারি সমাজকর্মী এবিএস সিদ্দিকী,বাকের সম্মাণীত অন্যতম ১ নং সদস্য হাবীবুর রহমান ,বাকের সদস্য মোহাম্মাদ মাহফুজুর রহমান উক্ত নির্বাচনী আলোচনা ও মতবিনিময় সভায় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ব্রীজপৌট মোরববি মোহাম্মাদ গিয়াস উদ্দিন মিয়া , ব্রীজপৌট বিশিষ্ট মোরববি সমাজিক সংগঠন মোহাম্মাদ হোসেন , ব্রীজপৌট মোরববি ,জাহাঙ্গীর ভূঁইয়া, ব্রীজপৌট এমরান ,ব্রীজপৌট সামাজিক সংগঠন জিয়াউর রহমান ব্রীজপৌট কমিনিউটির পরিচিত মুখ মনিরুজ্জামান মনির।
এছাড়াও আরো এলাকাবাসী গণমান্য ব্যক্তিগণ অনেকেই উপস্থিত ছিলেন । সকলের বক্তব্য ছিল আগামী ২৮ কমিনিউটির সম্মানিত সদস্যগণ তাদের মূল্যাবান ভোট দিয়ে তাদের নেতা নির্বাচিত করবেন । এই প্যানেল আগামী ২৮ তারিখ নির্বাচিত হয়ে কমিউনিটি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ।