
প্রিন্ট: ২৫ জুলাই ২০২৫, ০২:২৮ পিএম
ট্রাম্পকে শান্তিতে নোবেল দিতে রিপাবলিকান আইনপ্রণেতার চিঠি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৫ জুন ২০২৫, ০৩:১২ পিএম

ছবি- সংগৃহীত
মার্কিন রাজনীতিতে আবারও আলোচনায় ডোনাল্ড ট্রাম্প—এইবার শান্তিতে নোবেল পুরস্কারের মনোনয়ন নিয়ে। যুক্তরাষ্ট্রের রিপাবলিকান কংগ্রেসম্যান বাডি কার্টার সম্প্রতি নরওয়েজিয়ান নোবেল কমিটির কাছে একটি চিঠি পাঠিয়েছেন, যেখানে তিনি ট্রাম্পকে ২০২৫ সালের শান্তিতে নোবেল পুরস্কারের জন্য বিবেচনার অনুরোধ জানিয়েছেন।
চিঠিতে কার্টার দাবি করেন, ইসরায়েল ও ইরানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় ট্রাম্পের “অসাধারণ ও ঐতিহাসিক ভূমিকা” ছিল। তিনি উল্লেখ করেন, এই সংঘাতের সময় ট্রাম্পের নেতৃত্ব যুদ্ধ প্রতিরোধ, শান্তির সাধনা এবং আন্তর্জাতিক সম্প্রীতির অগ্রগতির আদর্শকে প্রতিফলিত করেছে—যা নোবেল শান্তি পুরস্কারের মূল দর্শন।
এমন মনোনয়ন অবশ্য নতুন নয়। এর আগেও ট্রাম্পকে শান্তিতে নোবেল দেওয়ার দাবি উঠেছিল, বিশেষ করে ভারত-পাকিস্তান সংকটে তার কূটনৈতিক হস্তক্ষেপের প্রেক্ষিতে।
২০২৫ সালের শান্তি পুরস্কারের জন্য এখন পর্যন্ত ৩৩৮ জন প্রার্থী মনোনীত হয়েছেন বলে জানিয়েছে নোবেল কমিটি। তবে মনোনয়ন পেলেও পুরস্কার পাওয়া যে নিশ্চিত নয়, তা বলাই বাহুল্য।
আরএস/