
প্রিন্ট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৮ এএম
ইরান-ইসরায়েল সংঘাতে ইরানের পক্ষে অবস্থান ব্রিকসের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৫ জুন ২০২৫, ১২:০৭ পিএম

ছবি : সংগৃহীত
ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরানের পক্ষে অবস্থান নিয়েছে ব্রিকস জোট। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়ে এক বিবৃতিতে জোটটি একে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন বলে উল্লেখ করেছে।
ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার নেতৃত্বাধীন এই উদীয়মান অর্থনীতির জোট মঙ্গলবার (২৪ জুন) যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এক বিবৃতিতে জানায়, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা আন্তর্জাতিক পরমাণু সংস্থার নিয়ম ভঙ্গ করেছে।
বিবৃতিতে ব্রিকস যুদ্ধরত পক্ষগুলোকে কূটনৈতিক পথে ফিরে আসার আহ্বান জানিয়ে বলেছে, “উত্তেজনা প্রশমনের জন্য সংলাপই একমাত্র পথ।”
জোটের মতে, হিংসার চক্র ভেঙে শান্তি পুনঃপ্রতিষ্ঠার জন্য আলোচনার মাধ্যমে মতপার্থক্য নিরসন জরুরি। উল্লেখ্য, ইরান ও সংযুক্ত আরব আমিরাত বর্তমানে ব্রিকসের সদস্য।
এই বিবৃতি মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্যে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।