Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানে ১২ দিনের ইসরাইলি হামলায় ৬০৬ জন নিহত, আহত ৫৩৩২

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৫, ১০:৫৯ এএম

ইরানে ১২ দিনের ইসরাইলি হামলায় ৬০৬ জন নিহত, আহত ৫৩৩২

ছবি : সংগৃহীত

টানা ১২ দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর অবসান ঘটেছে ইরান-ইসরাইল যুদ্ধের। গত ১৩ জুন শুরু হয়ে ২৪ জুন পর্যন্ত চলা এই সংঘাতে ইসরাইলি বাহিনীর হামলায় ইরানে নিহত হয়েছেন অন্তত ৬০৬ জন এবং আহত হয়েছেন ৫,৩৩২ জন।

ইরানের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ রেজা জাফারকান্দি বুধবার বার্তা সংস্থা মেহেরকে জানান, যুদ্ধবিরতির আগের ২৪ ঘণ্টা ছিল সবচেয়ে ভয়াবহ, যেখানে প্রাণ হারিয়েছেন ১০৭ জন এবং আহত হয়েছেন ১,৩৪২ জন। নিহতদের মধ্যে ৯৫ শতাংশই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মারা যান।

ইসরাইলের এই সামরিক অভিযান ছিল অপ্ররোচিত এবং এর লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক, সামরিক ও আবাসিক স্থাপনাগুলো। এতে বহু শীর্ষ সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নাগরিক নিহত হন।

হামলার জেরে ইরান পাল্টা প্রতিক্রিয়ায় ‘অপারেশন ট্রু প্রমিস-৩’ চালু করে। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর এয়ারোস্পেস ইউনিটের নেতৃত্বে চালানো ২২টি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইল অধিকৃত বিভিন্ন শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং ২৮ জন নিহত হন।

এদিকে ইসরাইলি হামলার ঝুঁকিতে ইরানে তিনটি হাসপাতাল খালি করে রোগীদের অন্যত্র সরিয়ে নিতে হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

এই সংঘাতের পরিণতি নিয়ে বিশ্লেষকরা বলছেন, এটি মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার জন্ম দিয়েছে এবং ভবিষ্যতের কূটনৈতিক সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন