ছবি- সংগৃহীত
ইরানের পশ্চিমাঞ্চলীয় হামাদান প্রদেশে মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ৬ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে—এমনটাই জানিয়েছে দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম মেহের নিউজ।
তাদের বিরুদ্ধে অভিযোগ, রাজান, নাহাভান্দ এবং হামাদান শহরে সক্রিয়ভাবে মোসাদের লক্ষ্য বাস্তবায়নের কাজে লিপ্ত ছিলেন তারা। সাইবার জগতে প্রোপাগান্ডা ছড়ানো থেকে শুরু করে, তৎপর এজেন্টদের সহযোগিতা এবং অভ্যন্তরীণ অস্থিরতা উসকে দেওয়ার জন্য জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টায় তারা জড়িত ছিলেন বলে দাবি করা হচ্ছে।
তবে ইরানের গোয়েন্দা বিভাগ তাদের গতিবিধি নজরদারির মধ্যে রেখেছিল এবং উপযুক্ত সময়ে অভিযান চালিয়ে এই চক্রকে ধরা হয়। এই অভিযানে যেভাবে গুপ্তচরদের চিহ্নিত ও গ্রেপ্তার করা হয়েছে, তাতে গোয়েন্দা বাহিনীর দক্ষতা ও প্রতিক্রিয়াশীলতার পরিচয় মিলেছে।
এর আগে ২০ জুন, চলমান ইরান-ইসরায়েল উত্তেজনার প্রেক্ষিতে খুজেস্তান প্রদেশে আরও ৫৪ জনকে মোসাদের সঙ্গে যোগাযোগের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী প্রচারণা, গুজব ছড়ানো ও দেশের নিরাপত্তা বিঘ্নিত করার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়।
উল্লেখ্য, ইসরায়েলের সঙ্গে বহুদিন ধরে চলে আসা ছায়াযুদ্ধে ইরান সময় সময় কঠোর পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে পরমাণু কর্মসূচি নিয়ে সংঘাত তুঙ্গে ওঠার সময় অনেককেই গুপ্তচরবৃত্তির দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
আরএস/



