
প্রিন্ট: ২৪ জুলাই ২০২৫, ০৬:০৬ পিএম
তেহরানে ‘তীব্র হামলার’ নির্দেশ ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০৩:২৩ পিএম

ছবি : সংগৃহীত
যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইরানের রাজধানী তেহরানের সরকারি স্থাপনাগুলোতে ‘তীব্র হামলা’ চালানোর নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। মঙ্গলবার (২৪ জুন) আশ্রয়কেন্দ্র থেকে ইসরায়েলিদের নিরাপদে বেরিয়ে আসার ঘোষণা দেওয়ার কিছুক্ষণ পরই এই নির্দেশ দেন তিনি।
এর আগে ইসরায়েল অভিযোগ করে, ইরান ফের দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যদিও সেগুলো প্রতিহত করা হয়েছে বলে দাবি টাইমস অব ইসরায়েলের। তবে ইরানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো হামলার বিষয়টি স্বীকার করা হয়নি।
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেন, যুদ্ধবিরতির শর্ত ভাঙায় তেহরানকে কঠোর জবাব দেওয়া হবে। এরই ধারাবাহিকতায় সেনাবাহিনীকে রাজধানীর কেন্দ্রস্থলে অবস্থিত সরকারি লক্ষ্যবস্তুতে হামলার নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আগেই জানিয়েছিলেন, “ইসরায়েল যদি হামলা বন্ধ করে, তাহলেই ইরান পাল্টা প্রতিক্রিয়া বন্ধ রাখবে।” অর্থাৎ, ইরান যুদ্ধবিরতির প্রতিশ্রুতি দিয়েছে শর্তসাপেক্ষে।
এই পরিস্থিতিতে যুদ্ধবিরতির বাস্তবতা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। চাইলে আমি এর কূটনৈতিক প্রতিক্রিয়া বা সম্ভাব্য পরিণতি নিয়েও বিশ্লেষণ করতে পারি।