
প্রিন্ট: ২৬ জুলাই ২০২৫, ০৯:৫৩ এএম
অবশেষে শুরু হলো ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি

অবশেষে শুরু হলো ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি
প্রকাশ: ২৪ জুন ২০২৫, ১১:৫৯ এএম

ছবি- সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। আজ মঙ্গলবার (২৪ জুন) সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “যুদ্ধবিরতি এখন কার্যকর। দয়া করে এটি লঙ্ঘন করবেন না”।
তবে এই ঘোষণার পরপরই পরিস্থিতি জটিল হয়ে ওঠে। ইরান বা ইসরায়েলের পক্ষ থেকে ট্রাম্পের ঘোষণার আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়া যায়নি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ‘প্রেস টিভি’ দাবি করেছে, যুদ্ধবিরতি শুরু হয়েছে, যদিও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি স্পষ্ট করে বলেছেন, “এখনও কোনো চুক্তি হয়নি”। তিনি আরও জানান, যদি ইসরায়েল তাদের আগ্রাসন বন্ধ করে, তবে ইরানও পাল্টা হামলা বন্ধ রাখবে।
ইসরায়েলি সংবাদমাধ্যম ‘টাইমস অব ইসরায়েল’ এক অজ্ঞাতনামা কর্মকর্তার বরাতে জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর থাকবে, যদি উভয় পক্ষ তা মেনে চলে। তবে প্রধানমন্ত্রী নেতানিয়াহু বা অন্য কোনো শীর্ষ ইসরায়েলি নেতার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।
গতকাল সোমবার (২৩ জুন), তিনি জানান যে ইরান ও ইসরায়েল একটি “সম্পূর্ণ ও চূড়ান্ত যুদ্ধবিরতিতে” সম্মত হয়েছে, যা প্রাথমিকভাবে ১২ ঘণ্টা স্থায়ী হবে এবং পরে যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হবে।
কিন্তু যুদ্ধবিরতির ঘোষণার পরও মঙ্গলবার সকালে ইসরায়েলের বিভিন্ন এলাকায় ইরানি ক্ষেপণাস্ত্র হামলা হয়। বিয়ার শেভা শহরে হামলায় অন্তত চারজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF) দেশজুড়ে সতর্কতা জারি করেছে।
আরএস/