
প্রিন্ট: ২৩ জুলাই ২০২৫, ০১:৩৪ এএম
ন্যাটো সম্মেলনে যোগ দিচ্ছেন না জাপান ও দক্ষিণ কোরিয়ার সরকারপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ জুন ২০২৫, ১১:১৬ এএম

ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর ইরান-সংক্রান্ত উত্তেজনার প্রেক্ষাপটে ন্যাটো সম্মেলনে অংশগ্রহণের পরিকল্পনা বাতিল করেছেন জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়াং2। ২৪ ও ২৫ জুন নেদারল্যান্ডসের দ্য হেগে অনুষ্ঠেয় এই সম্মেলনে বিশ্ব পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দপ্তরের একজন মুখপাত্র জানান, প্রেসিডেন্ট লির অনুপস্থিতির পেছনে রয়েছে অভ্যন্তরীণ নানা বিষয় এবং মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা। অন্যদিকে, জাপানের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে স্মরণ অনুষ্ঠানের কারণে প্রধানমন্ত্রী শেষ মুহূর্তে সফর বাতিল করেছেন। এর মধ্যে রয়েছে ওকিনাওয়া যুদ্ধ ও হিরোশিমা-নাগাসাকির পারমাণবিক হামলার বার্ষিকী।
যদিও জাপান ও দক্ষিণ কোরিয়া ন্যাটোর সদস্য নয়, তারা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সঙ্গে সম্মেলনে আমন্ত্রিত চারটি দেশের মধ্যে ছিল। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজও ব্যক্তিগতভাবে সম্মেলনে না যাওয়ার ঘোষণা দিয়েছেন। তবে তিন দেশের নেতারা প্রতিনিধি পাঠাবেন বলে জানানো হয়েছে।
ন্যাটো মহাসচিব মার্ক রুটে জানিয়েছেন, এই প্রথমবারের মতো নেদারল্যান্ডস সম্মেলনের আয়োজক দেশ হিসেবে দায়িত্ব পালন করছে। এতে ন্যাটো সদস্য রাষ্ট্র ও সরকারপ্রধানেরা অংশ নেবেন এবং চলমান বৈশ্বিক সংকট নিয়ে আলোচনা করবেন।
আরও বিশ্লেষণ বা সংক্ষিপ্ত সংস্করণ চাইলে আমি প্রস্তুত।