
প্রিন্ট: ২৫ জুলাই ২০২৫, ১২:১৪ পিএম
ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা ঘিরে ধোঁয়াশা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ জুন ২০২৫, ১১:১২ এএম

ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পরও ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ট্রাম্প দাবি করেছেন, দুই দেশ ১২ ঘণ্টার জন্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যা আগামী ৬ ঘণ্টার মধ্যে কার্যকর হবে। তবে ইরান জানিয়েছে, তারা এখনো কোনো যুদ্ধবিরতির প্রস্তাব পায়নি এবং এমন কোনো প্রস্তাবের প্রয়োজনও নেই। ইসরায়েলও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
ট্রাম্প বলেন, এই যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের অবসান ঘটাতে পারে এবং তিনি ইরান, ইসরায়েল ও বিশ্বের শান্তি কামনা করেন। তবে তার এই ঘোষণার স্বচ্ছতা নিয়ে যুক্তরাষ্ট্রের ভেতরেই প্রশ্ন উঠেছে।
সাবেক মার্কিন কূটনীতিক নেড প্রাইস ট্রাম্পের সমালোচনা করে বলেন, এই সমঝোতা কোনো স্থায়ী সমাধান নয়। তিনি মনে করেন, ২০১৫ সালের ইরান পরমাণু চুক্তিই ছিল প্রকৃত সমাধান, যা ট্রাম্প ২০১৮ সালে বাতিল করে পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছেন।
নেড প্রাইস আরও বলেন, “যদি যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়ায়, তাহলে ইরান দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগোতে পারে, যা পরিস্থিতিকে ভয়াবহ করে তুলবে।”
এদিকে ট্রাম্পের ঘোষণার পরও মঙ্গলবার সকালে ইরান ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে একটি ভবন ধসে পড়ে এবং অন্তত তিনজন নিহত হন।
এই পরিস্থিতিতে যুদ্ধবিরতির বাস্তবতা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। চাইলে আমি এর কূটনৈতিক প্রেক্ষাপট বা প্রতিক্রিয়াগুলো নিয়েও বিশ্লেষণ করতে পারি।