
প্রিন্ট: ২৪ জুলাই ২০২৫, ১১:০৩ এএম
গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪৩

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ জুন ২০২৫, ১০:৪২ এএম

ছবি : সংগৃহীত
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর টানা হামলায় সোমবার (২৩ জুন) কমপক্ষে ৪৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত ২০ জন ছিলেন ত্রাণপ্রার্থী, যারা বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)-পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রে সহায়তা নিতে গিয়েছিলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই তথ্য জানিয়েছে ফিলিস্তিনি মেডিকেল সূত্রের বরাতে।
গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানান, সোমবার ভোর থেকে ইসরাইলি বাহিনীর বিমান হামলা ও গোলাবর্ষণে প্রাণহানির ঘটনা ঘটে। ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান এই আগ্রাসনে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৫৬ হাজার ছাড়িয়েছে বলে দাবি করা হয়েছে।
জাতিসংঘ বিতর্কিত জিএইচএফকে ‘রাজনৈতিক হাতিয়ার’ হিসেবে ব্যবহারের অভিযোগ এনে তীব্র নিন্দা জানিয়েছে। উল্লেখ্য, ২৭ মে থেকে জিএইচএফ ত্রাণ বিতরণ শুরু করার পর থেকে ইসরাইলি হামলায় ত্রাণ নিতে আসা অন্তত ৪০০ ফিলিস্তিনি নিহত এবং প্রায় এক হাজার আহত হয়েছেন।
গাজা সিটি থেকে আল-জাজিরার সাংবাদিক হানি মাহমুদ জানান, “ইসরাইল একদিকে ইরানের সঙ্গে সংঘাতে জড়িয়েছে, অন্যদিকে গাজা উপত্যকায় তাঁবু ও আবাসিক এলাকায় ভয়াবহ বিমান হামলা চালিয়ে যাচ্ছে।” তিনি আরও বলেন, “রাফা ও নেটজারিম করিডোরের ত্রাণকেন্দ্রগুলোতে ক্ষুধার্ত মানুষ জড়ো হচ্ছেন, যেখান থেকে ইতোমধ্যে ১৩ জন ত্রাণপ্রার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে।”
এই হামলায় নিহত ৩০ জনের মধ্যে ওই ত্রাণপ্রার্থীরাও রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় সূত্র।