
প্রিন্ট: ২৬ জুলাই ২০২৫, ০৬:১২ এএম
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ জুন ২০২৫, ১০:৩৮ এএম

ছবি : সংগৃহীত
ইরান-ইসরাইল চলমান সামরিক উত্তেজনা মঙ্গলবার ১২তম দিনে গড়িয়েছে। এদিনও উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। ইসরাইলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে, ইরানের টানা তৃতীয় দফার ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির দক্ষিণাঞ্চলে অন্তত তিনজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
জরুরি সেবাদানকারী সংস্থা মাগেন ডেভিড আদম (এমডিএ) জানায়, হামলার স্থান থেকে ঘন ধোঁয়া উড়তে দেখা গেছে এবং একাধিক ভবন ধ্বংস হয়েছে। একটি ভবনের বাইরে একজন পুরুষের মরদেহ এবং ভেতরে আরও একজন পুরুষ ও এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। আহতদের তাৎক্ষণিক চিকিৎসার জন্য ত্রায়াজ পয়েন্ট স্থাপন করা হয়েছে।
এমডিএ আরও জানায়, গুরুতর আহতদের মধ্যে রয়েছেন প্রায় ৪০ বছর বয়সী এক পুরুষ, ৩০ বছর বয়সী এক নারী এবং ২০ বছর বয়সী এক তরুণ। এছাড়া একজনের অবস্থা মাঝারি এবং আরও পাঁচজন হালকাভাবে আহত হয়েছেন।
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, এক ঘণ্টার ব্যবধানে এটি ছিল তৃতীয় দফার ক্ষেপণাস্ত্র হামলা, যার ফলে সাধারণ মানুষকে আশ্রয়কেন্দ্রে ছুটতে হয়েছে। দক্ষিণাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এক বিবৃতিতে জানিয়েছে, কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলাকে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ‘সফল প্রতিশোধমূলক পদক্ষেপ’ হিসেবে দেখা হচ্ছে। যদিও কাতার দাবি করেছে, সব ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।
ইরানি টিভি চ্যানেল আইআরআইএনএন ঘোষণা করেছে, ইসরাইলে সফল হামলার পর যুদ্ধবিরতি আরোপ করা হয়েছে। তারা দাবি করে, কাতারে হামলার পর যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির জন্য অনুনয় করেছেন।
বিবৃতিতে আইআরজিসি ও ইরানি সেনাবাহিনীর প্রশংসা করা হয় এবং ইরানিদের প্রতিরোধ উদযাপনের আহ্বান জানানো হয়।