
প্রিন্ট: ২৩ জুলাই ২০২৫, ১২:৪১ এএম
ইরানে যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে মুখ খুলল সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২২ জুন ২০২৫, ০২:৩৮ পিএম

ছবি- সংগৃহীত
সৌদি আরব ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলার বিষয়টি তারা সতর্কভাবে পর্যবেক্ষণ করছে এবং এই ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে বলে আশঙ্কা করছে।
সৌদি সরকার সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে এবং রাজনৈতিক সমাধানের মাধ্যমে সংকট নিরসনের ওপর জোর দিয়েছে। তারা আন্তর্জাতিক সম্প্রদায়কেও আহ্বান জানিয়েছে যেন দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে পরিস্থিতি শান্ত করা হয়।
এই প্রতিক্রিয়া এমন এক সময় এসেছে যখন যুক্তরাষ্ট্র ইরানের ফোর্দো, নাতানজ ও ইসফাহান পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এই হামলার নেতৃত্ব দিয়েছেন এবং হোয়াইট হাউস থেকে পুরো অভিযান পর্যবেক্ষণ করেছেন।
হামলার পর হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে ভাষণে ট্রাম্প ইরানকে হুঁশিয়ার দিয়ে বলেন, এখন দুটি পথ খোলা আছে। শান্তির দিকে এগোনো আর বিপর্যয়ের মুখোমুখি হওয়া, যা গত ১০ দিনের ঘটনাকেও ছাড়িয়ে যাবে।
আরএস/