
প্রিন্ট: ২২ জুলাই ২০২৫, ০৩:৫৭ এএম
ইসরাইলের বিভিন্ন স্থানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২২ জুন ২০২৫, ০১:২৩ পিএম

ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের শনিবার রাতের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার জবাবে রোববার সকালে ইসরাইলের বিভিন্ন স্থানে ব্যাপক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলায় ইসরাইলে অন্তত ১৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জাতীয় জরুরি পরিষেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ)।
টাইমস অব ইসরাইলের বরাতে জানা গেছে, আহতদের মধ্যে একজন গুলিবিদ্ধ এবং বাকি ১৫ জন সামান্য আহত হয়েছেন। এমডিএ জানিয়েছে, ইরানের রকেট ও শ্র্যাপনেল ইসরাইলের অন্তত ১০টি স্থানে আঘাত হেনেছে, যার মধ্যে রয়েছে কারমেল, হাইফা, তেলআবিব এবং উত্তর উপকূলীয় অঞ্চল।
ইসরাইলি সামরিক হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, হামলার পর পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়ায় বেসামরিক নাগরিকরা আশ্রয়কেন্দ্র থেকে বেরিয়ে আসতে পারেন। তবে জরুরি সেবাকর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার ও সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
এর আগে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, রোববার সকালে ইরান থেকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, যা গত ২৪ ঘণ্টার মধ্যে ইরানের প্রথম সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা হিসেবে বিবেচিত হচ্ছে। হামলার পরপরই ইসরাইলের কেন্দ্রীয় ও উত্তরাঞ্চলে সাইরেন বেজে ওঠে, ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নাগরিকদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
আইডিএফ আরও জানায়, ইরান থেকে ছোড়া দুটি ড্রোন ইসরাইলি বিমানবাহিনী ভূপাতিত করেছে। এর আগে দক্ষিণ আরাভা অঞ্চলেও ড্রোন হামলার কারণে সতর্কতা সাইরেন বেজে ওঠে। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের হামলার আগেই ইরান এসব ড্রোন উৎক্ষেপণ করেছিল।
গোলান মালভূমির আকাশেও মধ্যরাতের কিছু পর ইরানের আরেকটি ড্রোন আটক করা হয় বলে জানিয়েছে আইডিএফ।
বিশ্লেষকদের মতে, ইরান-ইসরায়েল চলমান উত্তেজনার মধ্যে এই পাল্টা হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সরাসরি অংশগ্রহণের পর সংঘাতের মাত্রা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে।