
প্রিন্ট: ১৫ জুলাই ২০২৫, ০৯:৪৬ পিএম
ইরানে হামলা চালিয়ে নেতানিয়াহুকে ধন্যবাদ জানালেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২২ জুন ২০২৫, ১২:৪২ পিএম

ছবি- সংগৃহীত
ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প বলেন, “আমরা একটি জোট হিসেবে কাজ করেছি, সম্ভবত এর আগে কোনো জোট এতটা কাজ করেনি। ইসরায়েলের জন্য এই ভয়াবহ হুমকি মুছে ফেলার জন্য আমরা অনেক দূর এগিয়েছি”। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর “অসাধারণ কাজের” প্রশংসাও করেন।
এই হামলার জবাবে ইরানও পাল্টা হামলা চালিয়েছে এবং দেশটির পারমাণবিক সংস্থা একে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে, বিশেষ করে নিউক্লিয়ার নন-প্রলিফারেশন চুক্তির (NPT) পরিপন্থী বলে দাবি করেছে।
শুক্রবার (১৩ জুন) ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। জবাবে তেলআবিবেও পালটা হামলা চালাচ্ছে তেহরান। সেদিন থেকেই দুদেশের মধ্যে পালটাপালটি হামলা অব্যাহত আছে। এতে উভয় দেশের বহু মানুষ হতাহত হয়েছেন।