
প্রিন্ট: ২৫ জুলাই ২০২৫, ১১:৪৫ এএম
মার্কিন হামলার জবাবে ইসরাইলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২২ জুন ২০২৫, ১২:০৩ পিএম

ছবি : সংগৃহীত
শনিবার রাতে ইরানের ফোরদো, নাতান্জ ও ইস্ফাহান পারমাণবিক স্থাপনায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে ইরান-ইসরায়েল চলমান সংঘাতে সরাসরি জড়িয়ে পড়ল ট্রাম্প প্রশাসন। এই হামলার জবাবে রোববার সকালে ইসরাইলে পাল্টা ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।
আল-জাজিরা ও টাইমস অব ইসরাইলের বরাতে জানা গেছে, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, রোববার সকালে ইরান থেকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এটিকে গত ২৪ ঘণ্টার মধ্যে ইরানের প্রথম সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
আইডিএফ হামলার বিষয়টি নিশ্চিত করে জানায়, “কয়েক মিনিটের ব্যবধানে ইসরাইলের কেন্দ্রীয় ও উত্তরাঞ্চলে সাইরেন বেজে ওঠে।” এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বেসামরিক নাগরিকদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
আইডিএফ আরও জানায়, ইরান থেকে ছোড়া দুটি ড্রোন ইসরাইলি বিমানবাহিনী গুলি করে ভূপাতিত করেছে। এর আগে দক্ষিণ আরাভা অঞ্চলেও ড্রোন হামলার কারণে সতর্কতা সাইরেন বেজে ওঠে।
আইডিএফের দাবি, ড্রোনগুলো ইসরাইলে পৌঁছাতে কয়েক ঘণ্টা সময় নেয়, যা ইঙ্গিত দেয়—যুক্তরাষ্ট্রের হামলার আগেই ইরান এসব ড্রোন উৎক্ষেপণ করেছিল।
মধ্যরাতের কিছু পরেই গোলান মালভূমির আকাশে ইরানের আরও একটি ড্রোন আটক করা হয় বলে জানিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী।
বিশ্লেষকদের মতে, ইরান-ইসরায়েল উত্তেজনার এই নতুন ধাপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সরাসরি হামলার পর সংঘাতের মাত্রা বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশ্ব সম্প্রদায় এখন উদ্বেগভরে তাকিয়ে আছে মধ্যপ্রাচ্যের এই অস্থির পরিস্থিতির দিকে।